Payel De: মা হওয়ার পর শরীর নিয়ে প্রচুর কটাক্ষ শুনেছি: পায়েল দে

আপাতত 'সোনা রোদের গান' ধারাবাহিকে আনন্দী চরিত্রে পায়েলকে দেখছেন দর্শক। ষোলো বছর ইন্ডাস্ট্রিতে কাটানো মুখের কথা নয়।

Payel De: মা হওয়ার পর শরীর নিয়ে প্রচুর কটাক্ষ শুনেছি: পায়েল দে
পায়েল দে

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 24, 2022 | 9:53 PM

তাঁকে দেখলে মনে হয় ঠিক যেন পাশের বাড়ির মেয়েটি। তাঁর মিষ্টি হাসি বহু মানুষের ভাল লাগার কারণ। কথা হচ্ছে পায়েল দে-র। নয়-নয় করে ষোলো বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন নায়িকা। বেশ কয়েক বছরের বিরতি নিয়ে আবারও ছোট পর্দায় ফিরেছেন অভিনেত্রী। ছেলে মিরাক হওয়ার পর সংসারেই মন দিয়েছিলেন পায়েল। আপাতত ‘সোনা রোদের গান’ ধারাবাহিকে আনন্দী চরিত্রে পায়েলকে দেখছেন দর্শক। ষোলো বছর ইন্ডাস্ট্রিতে কাটানো মুখের কথা নয়। বিবাহিত নায়িকা অথবা মা হয়ে যাওয়ার পর অভিনেত্রীদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়।

এত বছর পর কি কিছু পরিবর্তন হল? এত বছরে ইন্ডাস্ট্রির খারাপ দিক কোনটা বলে মনে হল? পায়েলের কথায়, “না ইন্ডাস্ট্রি ব্রুটাল বা খারাপ বললে ভুল বলা হবে। এই জগৎ থেকেই তো আমি সব কিছু পেয়েছি। আমার সবকিছু তো এখান থেকেই তৈরি। তবে হ্যাঁ, সাময়িক বিরতি নিয়ে যখন ফিরি, তখন ইন্ডাস্ট্রি থেকে তেমন কিছু পাইনি। কিন্তু এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। আমাকে দেখে অনেকে, অনেকরকম প্রশ্ন তুলেছিল। মা হওয়ার পর আমার শারীরিক গঠন নিয়েও কটাক্ষ শুনেছি।” তাঁর আরও সংযোজন, “নায়িকার চরিত্রে অভিনয় নিয়েও উঠেছিল বহু প্রশ্ন। যদিও এগুলো আমাকে খুব একটা প্রভাবিত করতে পারে না।” প্রসঙ্গত, ‘দেশের মাটি’ ধারাবাহিকে উজ্জয়িনীর হাত ধরেই বিরতির পর ছোটপর্দায় ফেরেন অভিনেত্রী। যে চরিত্র দর্শকমহলে কুড়িয়েছিল যথেষ্ট প্রশংসা।

কিন্তু বড়পর্দায় অভিষেক ঘটতেই বা ষোলো বছর সময় লেগে গেল কেন? নায়িকার স্পষ্ট জবাব, “এই প্রশ্ন আমাকে না করে পরিচালক, প্রযোজকদের করা উচিৎ: কেন ষোলো বছর লেগে গেল? কেন অভিনেতাকে সুযোগ দেওয়া হল না? তবে মিথ্যে বলব না। আমি প্রচুর সুযোগ পেয়েছি। কিন্তু তখন আমার অন্য কমিটমেন্ট ছিল।”

‘দুর্গা’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমেই দর্শকের ঘরের মেয়ে হয়ে ওঠেন পায়েল। তারপর তাঁর ঝুলিতে একের পর এক হিট ধারাবাহিক। আপাতত ঋষি কৌশিকের সঙ্গে জুটি বেঁধেছেন পায়েল। এই নতুন জুটি দর্শক মহলে কত নম্বর পায়, তা এখন সময়ের অপেক্ষা।

আরও পড়ুন:Priyanka Chopra: পিতৃপরিচয় পাল্টে দেওয়া সেই বিদেশি কমেডিয়ানকে একহাত প্রিয়াঙ্কার