আট বছর আগের এক জার্নি আজীবন মনে রাখতে চান পায়েল!

Payel De: সদ্য ফেসবুকে থ্রো ব্যাক মেমরি শেয়ার করেছেন পায়েল। সে সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘বধূ কোন আলো লাগলো চোখে’তে অভিনয় করতেন তিনি।

আট বছর আগের এক জার্নি আজীবন মনে রাখতে চান পায়েল!
পায়েল দে। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2021 | 4:17 PM

অভিনয় জগতে প্রায় ১৬ বছরের জার্নি তাঁর। বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে নিজের অভিনয় দক্ষতায় দর্শকের ভালবাসা পেয়েছেন। একের পর এক চরিত্র দর্শককে উপহার দিয়েছেন। মেরাখ, তাঁর একমাত্র সন্তান জন্মের পর কিছুদিনের বিরতি নিয়েছিলেন। ফের স্বমহিমায় কাজে ফিরেছেন তিনি। এ হেন পায়েল আট বছর আগের একটি জার্নি, কিছু মুহূর্ত আজীবন মনে রাখতে চান।

সদ্য ফেসবুকে থ্রো ব্যাক মেমরি শেয়ার করেছেন পায়েল। সে সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘বধূ কোন আলো লাগলো চোখে’তে অভিনয় করতেন তিনি। সঙ্গী ছিলেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। সেরা জুটি হিসেবে টেলি সম্মান অ্যাওয়ার্ড পেয়েছিলেন পায়েল এবং সৌরভ। সেই স্মৃতি শেয়ার করেছেন অভিনেত্রী।

ক্যাপশনে পায়েল লিখেছেন, ‘এটা এমন একটা জার্নি, যা আমি সারা জীবন মনে রাখব। ‘বধূ কোন আলো লাগলো চোখে’-র আট বছর হয়ে গেল। অত্যন্ত প্রতিভাবান সৌরভ চক্রবর্তীর সঙ্গে সেরা জুটি হিসেবে টেলি সম্মান অ্যাওয়ার্ড নেওয়ার মুহূর্ত।’

আট বছর আগের স্মৃতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সৌরভও। তার কমেন্টে পায়েল মজা করে লিখেছেন, ‘কত ছোট ছিলাম আমরা’। সমর্থন জানিয়ে সৌরভ লিখেছেন, ‘সত্যি’।

দিন কয়েক আগেই বিরসা দাশগুপ্তর ‘মুখোশ’ ছবি দিয়েই বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটেছে পায়েলের। এর আগে বহু বছর ধরে ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করলেও বড় পর্দায় ব্রেক মেলেনি তাঁর। একদিকে ‘মুখোশে’ সিরিয়াস চরিত্র অন্যদিকে ‘পায়েল দে কে দুর্গা হিসেবে আবারও দেখতে চাই…’— সোশ্যাল মিডিয়া খুললেই এখন এই দাবি দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ফ্যান পেজে। নেটিজেনদের বক্তব্য, দুর্গার রুদ্ররূপ ও একই সঙ্গে স্নিগ্ধতা নাকি ফুটিয়ে তুলতে পারেন পায়েলই। সত্যিই কি এরকম প্রস্তাব পৌঁছেছে অভিনেত্রীর কাছে? টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে। কী বললেন তিনি?

পায়েল জানিয়েছেন, নেটিজেনদের অনেকেই যে তাঁকে দুর্গা রূপে চাইছেন সে খবর তাঁর কাছে এসেছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও চ্যানেল কর্তৃপক্ষের তরফে তাঁর সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করা হয়নি। তিনি বলেন, “অনেকেই চাইছেন সেটা শুনেছি। কিন্তু আমাকে দুর্গা হিসেবে ভাবা হচ্ছে কি না আমি সত্যিই জানি না। আমাকে এই ব্যাপারে কিছু বলা হয়নি এখনও”। ‘দুর্গা’ ধারাবাহিক দিয়েই বাঙালির ড্রয়িংরুমে নিজের পরিচয় তৈরি করেছিলেন পায়েল। তাঁর সেই রূপ আজও ভোলেননি দর্শক। আরও একবার স্মৃতির পাতায় তাঁরা দিতে চান ডুব। ‘গার্লস টু দ্য নেক্সট ডোর’– পায়েলকেই তাই তাঁদের পছন্দ।

অন্যদিকে অভিনয়, পরিচালনা, প্রযোজনার মাইলস্টোন পেরিয়ে গিয়েছেন সৌরভ চক্রবর্তী। এ বার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক নতুন পদক্ষেপ। নিজস্ব ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম শুরু করলেন তিনি। সৌরভ অ্যান্ড টিমের নতুন প্ল্যাটফর্মের নাম ‘উরি বাবা’। নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির ভাবনা কেন ভেবেছিলেন? এ প্রসঙ্গে TV9 বাংলাকে সৌরভ বলেন, “এক বছর আগে থেকেই এর প্রক্রিয়া শুরু হয়েছিল। ‘শব্দজব্দ’ করার পরে আনসার্টেন ছিলাম। কী করব বুঝতে পারছিলাম না। আমাদের এখানে সেই অর্থে অপারেট করে একটাই প্ল্যাটফর্ম। আমি অনেক নতুন ছেলে, মেয়ের সঙ্গে কথা বলি। দেখলাম, অনেক ভাল গল্প শোনাচ্ছে ওরা। অনেকে ভাল ভেবেছে, কিন্তু এক্সিকিউট করতে পারছে না। ওদের কী করে স্পেস দেব ভাবছিলাম।”

আরও পড়ুন, প্রতিটি মুহূর্তে ম্যাজিকের খোঁজে রাজ-শুভশ্রী, সঙ্গী কারা?

জাস্টিন ট্রুডো কি সম্রাট নিরো হয়ে গেলেন?
জাস্টিন ট্রুডো কি সম্রাট নিরো হয়ে গেলেন?
‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক