Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রতিটি মুহূর্তে ম্যাজিকের খোঁজে রাজ-শুভশ্রী, সঙ্গী কারা?

Subhashree Ganguly: সদ্য সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে রাজ, ইউভান ছাড়াও তাঁর সঙ্গে রয়েছেন সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী চন্দ্রাণী।

প্রতিটি মুহূর্তে ম্যাজিকের খোঁজে রাজ-শুভশ্রী, সঙ্গী কারা?
দম্পতি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2021 | 3:33 PM

একজন ব্যস্ত পরিচালক তথা বিধায়ক। অন্যজন ব্যস্ত অভিনেত্রী। পেশাদার জগতের বাইরে ব্যক্তি জীবনে তাঁরা বাবা-মা। তাঁরা অর্থাৎ রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হাজার ব্যস্ততার মধ্যে একমাত্র সন্তান ইউভানকে সময় দেন তাঁরা। আর সেই আড্ডার মুহূর্তের সঙ্গী যদি পারিবারিক বন্ধুরা থাকেন, তা হলে তো ম্যাজিক মুহূর্তের জন্ম হতে বাধ্য।

সদ্য সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে রাজ, ইউভান ছাড়াও তাঁর সঙ্গে রয়েছেন সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী চন্দ্রাণী। সকলের আড্ডার মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে। ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘আমরা প্রতিটি মুহূর্তে ম্যাজিকের খোঁজে থাকি।’ জিৎ-চন্দ্রাণীর সাহচর্য ইউভানও যে উপভোগ করছে, ছবিই তার প্রমাণ।

আর কয়েকদিন পরেই এক বছর বয়স হবে পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একমাত্র ইউভানের। এর মধ্যেই সে নাকি গিটার শিখতে শুরু করেছে! তার শিক্ষাগুরু স্বয়ং সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়। সদ্য ইনস্টাগ্রাম স্টোরিতে জিৎ এবং ইউভানের ভিডিয়ো শেয়ার করে শুভশ্রী লিখেছিলেন, ‘ইউভানের গিটার ক্লাসের প্রথম দিন’!

সঙ্গীত শিল্পী জিৎ গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মধ্যে ভাই-বোনের সম্পর্ক। যা শ্রদ্ধা, সম্মান, ভালবাসায় পরিপূর্ণ। সেই অর্থে ইউভান জিতের ভাগ্নে। আর জিৎ হলেন মামা। প্রথমবার ভাগ্নেকে দেখে, কোলে নিয়ে উচ্ছ্বসিত জিৎ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন। ইউভানকে কোলে নিয়ে নিজের একটি ছবি টুইট করে জিৎ লিখেছিলেন, ‘তোর সঙ্গে প্রথম দেখা, ভাগ্নে! আমার যত ভালোবাসা, সবটুকুর ই ভাগ নে!’ আর এ বার ভাগ্নেকে তাঁর গিটার শেখানোর পালা।

রাজ-শুভশ্রী প্রেমে থাকেন। এ কথা টলিউডে সকলেই জানেন। তাঁদের সম্পর্ক শ্রদ্ধার, ভালবাসার, বিশ্বাসের, বন্ধুত্বের। কয়েক দিন আগের এক সকালে একান্তে সময় কাটিয়েছেন দম্পতি। পার্কস্ট্রিটের এক অভিজাত রেস্তোরাঁয় ব্রেকফাস্ট খেতে যান রাজ–শুভশ্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে একান্ত মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন নায়িকা। সে দিন তাঁদের সঙ্গে একমাত্র সন্তান ইউভানকে দেখা যায়নি। ব্রেকফাস্টের সময়টা শুধুমাত্র দুজনে এনজয় করেছেন।

কোভিড পর্বে অনেক ঝড় সামলেছেন শুভশ্রী। শ্বশুরমশাইয়ের মৃত্যু, পরিবারের একাধিক সদস্য কোভিডে আক্রান্ত হওয়া, নিজেও অসুস্থ ছিলেন কিছুদিন। ইউভানকে বড় করে তোলার গুরু দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কাজেও ফিরেছেন। মা হওয়ার পর মেয়েদের শারীরিক কিছু পরিবর্তন স্বাভাবিক। শুভশ্রীও তার ব্যতিক্রম নন। কিন্তু ক্যামেরার সামনে আসতেই তাঁকে বডি শেমিংয়ের শিকার হতে হয়। সরাসরি কিছু না বললেও পরোক্ষে তার জবাব দিয়েছেন নায়িকা।

আর কয়েক দিন পরেই এক বছর বয়স হবে ইউভানের। ২০২০-র সেপ্টেম্বরে জন্ম তার। এর মধ্যেও সোশ্যাল ওয়ালে দারুণ জনপ্রিয় এই স্টার কিড। ছেলের প্রথম জন্মদিনে রাজ-শুভশ্রী কোনও সেলিব্রেশনের ব্যবস্থা করেন কি না, সেটাই এখন দেখার।

আরও পড়ুন, মা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট, কী ছবি শেয়ার করলেন নুসরত?