Payel De: ‘সোনা রোদের গান’ নিয়ে ফিরছেন পায়েল দে

Payel De: চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা অর্গ্যানিক স্টুডিওর ব্যানারে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এই ধারাবাহিক।

Payel De: ‘সোনা রোদের গান’ নিয়ে ফিরছেন পায়েল দে
পায়েল দে।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2021 | 2:12 PM

‘দেশের মাটি’ ধারাবাহিকের রেশ এখনো দর্শক মনে রীতিমতো তরতাজা। তার মাঝেই দর্শকের জন্য সুখবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে। বাংলা টেলিভিশনে আসন্ন একটি ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে পর্দায় ফিরছেন পায়েল। ঋষি কৌশিকের সঙ্গে জুটি বেঁধে ভিন্ন ধারার এই ধারাবাহিকে দেখা যাবে পায়েলের অভিনয়। ধারাবাহিকের নাম ‘সোনা রোদের গান’। সদ্য মুক্তি পেল তার প্রোমো।

চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা অর্গ্যানিক স্টুডিওর ব্যানারে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এই ধারাবাহিক। পায়েল ও ঋষি কৌশিক ছাড়াও ধারাবাহিকে দেখা যাবে বহু চেনা মুখকে। নতুন এই ধারাবাহিক ও চরিত্র প্রসঙ্গে পায়েল বললেন, “এই ধারাবাহিক আর পাঁচটা শাশুড়ি বৌমার গল্প কেন্দ্রিক ধারাবাহিক থেকে বেশ অনেকটা আলাদা। এই ধারাবাহিকে যে চরিত্রে আমি অভিনয় করছি, সে খুবই স্বাধীনচেতা এক চরিত্র। প্রায় আড়াই বছর পর কেন্দ্রীয় চরিত্রে পর্দায় ফিরছি, আমি খুবই একসাইটেড ধারাবাহিক নিয়ে। আশা করি এই চরিত্রে দর্শকের ভালবাসা পাবো।”

কিছুদিন আগে নতুন ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করেছেন পায়েল। নতুন যাত্রা। কেরিয়ারের নতুন পদক্ষেপ। অনেক আশা নিয়ে শুরু করছেন পায়েল। যে কোনও কাজের মতোই এ কাজেও তাঁর যত্নের কোনও অভাব নেই। নিজের মনের মতো করে, নিজে যে বিষয়গুলো ভালবাসেন প্রাথমিক ভাবে সে সব নিয়েই নিজস্ব চ্যানেলের জন্য কাজ করেছেন। অন্যরকম বেশ কিছু শুটিং ইতিমধ্যেই করেছেন তিনি।

এ প্রসঙ্গে TV9 বাংলাকে আগেই পায়েল বলেছিলেন, “মেনলি ইটস অ্যাবাউট দ্য আদার সাইড অব পায়েল। ট্রাভেলিং, মিক্সড ব্যাগ, কলকাতা শহরকে নিয়ে অনেক কিছু। চেষ্টা চালানো হচ্ছে। কতটা মানুষের ভাল লাগবে জানি না। তবে পায়েলের যে সব ভাললাগা সেগুলোকে এই চ্যানেলটাতে ইনকরপোরেট করার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও একটা পরিকল্পনা আছে। রাস্তাঘাটে অনেক নিউ ট্যালেন্টস দেখতে পাই, সেগুলোও যদি ইনকরপোরেট করা যায়। এটা ভবিষ্যতের ভাবনা। তবে প্রাথমিক ভাবে শুরু করব পায়েলের অন্যদিক আর বন্ধুদের সঙ্গে এই সার্কেলে যাঁরা রয়েছেন, তাঁদের সঙ্গে কমিউনিকেশন…।”