নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বেশ কয়েকদিন জেল হেফাজতে থাকার পর সদ্যই জামিনে মুক্তি পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা পার্ল ভি পুরি। শনিবার তাঁর জন্মদিন উপলক্ষে এই প্রথম জামিন পাওয়ার পর জনসমক্ষে এলেন তিনি। বিশেষ দিনে পৌঁছে গেলেন এক অনাথ আশ্রমেও।
ওই দিন বিকেলে মুম্বইয়ের আন্ধেরির এক অনাথ আশ্রমের বাইরে পাপারাৎজি ঘিরে ধরে তাঁকে। পরেছিলেন সাদা মাটা পোশাক। সাদা কুর্তা এবং নীল রঙের ডেনিম প্যান্টই ছিল তাঁর জন্মদিনের পোশাক। পাপারাৎজির সঙ্গে কথোপকথনও হয় তাঁর। জন্মদিনে অনাথ শিশুদের খাদ্যদ্রব্য পৌঁছে দিতেই পার্ল সেখানে গিয়েছিলেন বলে খবর।
প্রসঙ্গত, গত মাসেরই ৪ তারিখ মুম্বইয়ের ভাসাই পুলিশের তরফে গ্রেফতার করা হয় অভিনেতাকে। পুলিশ সূত্রে বলা হয়, “ঘটনাটি পুরনো। কিন্তু ১৭ বছরের ওই কিশোরী তাঁর বাবা-মায়ের সঙ্গে থানায় লিখিত অভিযোগ জানালে ভারতীয় সংবিধানের ৩৭৬ নম্বর ধারা এবং পসকো আইন অনুযায়ী ওই অভিনেতাকে ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।” এর পরেই পার্লের সমর্থনে একে একে মুখ খুলতে থাকেন বলিপাড়ার তারকারা। অনিতা হাসনন্দানি থেকে শুরু করিশ্মা তান্না, একতা কাপুর সবাই নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পার্লের হয়ে আওয়াজ তোলেন। একতা দাবি করেন, মেয়েটির মায়ের সঙ্গে তাঁর নাকি ফোনে বাক্যালাপ হয়েছে। তিনি লেখেন, “আমার মেয়েটির মায়ের সঙ্গে কথা হয়েছে। তিনি সরাসরি আমাকে বলেছেন তাঁর স্বামী এই সব গল্প বানানোর চেষ্টা করছে। তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলার জন্যই এমনটা করছেন ওই মেয়েটির বাবা। পার্ল নির্দোষ।”
বলিপাড়ার সমর্থন পেলেও একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে অবশেষে তা মেলে জুন মাসের ১৫ তারিখ। মুক্তি পেয়েই ইনস্টাগ্রামে এক লম্বা পোস্ট করেন পার্ল। তিনি লেখেন, “কয়েক মাস আগে আমি আমার নানিকে হারিয়েছি, তাঁর মৃত্যুর ১৭ দিন পর আমার বাবা মারা যান। এর পর আমার মা ক্যানসারে আক্রান্ত হন। আর তারপর আমার বিরুদ্ধে আনা এই অভিযোগ। গত কয়েক সপ্তাহ আমার কাছে ছিল দুঃস্বপ্ন। রাতারাতি আমায় ক্রিমিনাল বানিয়ে দেওয়া হল। ” এর পর থেকে অবশ্য চুপই ছিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়াতেও দেখা মেলেনি। অবশেষে মিলল, তাঁর জন্মদিনে।
আরও পড়ুন- একই জায়গায় ছবি? সপ্তাহান্তে একসঙ্গে নুসরত-যশ?