Pilu Update: আহির আর পিলু কি হাতেনাতে ধরা পড়ে যাবে? কী রয়েছে রঞ্জার কপালে

Pilu: এমনই টানটান উত্তেজনায় মোরা এখন জি বাংলার এই ধারাবাহিক। একদিকে যেমন চিন্তা তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে আহিরকে এই ধাক্কা কি সহ্য করতে পারবেন গুরুজি?

Pilu Update: আহির আর পিলু কি হাতেনাতে ধরা পড়ে যাবে? কী রয়েছে রঞ্জার কপালে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2022 | 9:22 AM

পিলু ধারাবাহিকে এখন টানটান উত্তেজনার পর্ব। হাতেনাতে কি ধরা পড়ে যাবে পিলু, রঞ্জার বিয়ে নিয়ে একই পাগলামো শুরু করল বসুমল্লিক বাড়ি পুত্রবধূ। কুশলের সঙ্গে রঞ্জার বিয়ে, একপ্রকার সকলেই রাজি হয়ে গিয়েছে। বাবাকেও আর কষ্ট দিতে চায় না রঞ্জা, ‌ সেই কারণে মনের কথা বুকে চেপে রেখেই বিয়ের পিঁড়িতে বসতে রাজি হয়ে গিয়েছে সে। অন্যদিকে নিজের ভুল বুঝতে পেরে মল্লার পরিস্থিতির সঙ্গে যতটা সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে হাল ছাড়তে নারাজ পিলু। মায়ের ফুল মাথায় পড়তেই সে পেয়ে যায় গ্রিন সিগনাল। রঞ্জার সঙ্গে মল্লারের বিয়ে হবে, স্থির করে ফেলে পিলু ‌। সাহায্য চাইতে আহিরের কাছে ছুটে আসে।

পিলুকে ফেরাতেও পারছে না আহির, এদিকে যখন তখন ধরা পড়ে যাবার ভয়ও রয়েছে মনে। পিলু ঠিক করে দধি মঙ্গল মল্লারেরও করানো হবে শুধু তাই নয় গায়ে হলুদ করানো হবে মল্লারের। যদিও মল্লার পরিস্থিতিটা বুঝিয়ে বলার চেষ্টা করে। অন্যদিকে আহির তাড়াহুড়ো করে পিলুর হাতে হাতে যতটা সম্ভব কাজ সামলে দেবার চেষ্টা করে। তবে শেষ সময় এসে গায়ে হলুদের বাটি নিয়ে ঘটল বিপত্তি। রঙ্গনের মায়ের চোখে পড়ে যায় কুশলের গায়ে হলুদের বাটি পড়ে রয়েছে বারান্দায়। এক ছুটিতে তা দিতে এসেই দেখে পিলু, তারই মধ্যে গায়ে হলুদ করাচ্ছে রঞ্জার। তবে এ হলুদ কার। কোথা থেকে এল এই হলুদ, এবার কি সত্যি তাহলে ধরা পড়ে যাওয়ার পালা। রঞ্জার চোখের চাউনি স্পষ্ট করে দেয় সে বেশ কিছুটা ইতিমধ্যেই আঁচ করে নিয়েছে। তবে কি পিলুর মনের ইচ্ছে পূরণ হবে না? রঞ্চা ও মল্লের কি আলাদাই থেকে যাবে?

এমনই টানটান উত্তেজনায় মোরা এখন জি বাংলার এই ধারাবাহিক। একদিকে যেমন চিন্তা তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে আহিরকে এই ধাক্কা কি সহ্য করতে পারবেন গুরুজি? অন্যদিকে রঞ্জার মনের কথা শুনে ফেলেছে পিলু। তার যুক্তিতে যে একবার প্রেমে পড়ে, সংসারের স্বাদ পায় তাকে সেখান থেকে দূরে সরিয়ে নতুন একটা পরিবারের ফেলে দেওয়া অর্থহীন। সে যা করছে মল্লার ও রঞ্চার ভালর জন্যই করছে।