Actor Death: বিয়ের এক বছরের মধ্যেই আত্মঘাতী টেলি-অভিনেতা, বয়স মাত্র ৩৫

Actor Death: আবারও দুঃসংবাদ টেলি ইন্ডাস্ট্রিতে। প্রয়াত উদীয়মান কন্নড় অভিনেতা সম্পথ জে রাম। বয়স হয়েছিল ৩৫ বছর।

Actor Death: বিয়ের এক বছরের মধ্যেই আত্মঘাতী টেলি-অভিনেতা, বয়স মাত্র ৩৫
আত্মঘাতী টেলি-অভিনেতা

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 23, 2023 | 7:05 PM

 

আবারও দুঃসংবাদ টেলি ইন্ডাস্ট্রিতে। প্রয়াত উদীয়মান কন্নড় অভিনেতা সম্পথ জে রাম। বয়স হয়েছিল ৩৫ বছর। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন তিনি। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই নাকি হতাশায় ভুগছিলেন রাম, যে পরিমাণ কাজের আশা করছিলেন তা মিলছিল না কিছুতেই। বাধ্য হয়েই চরম পদক্ষেপ করেন তিনি। গত মাসেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘শ্রী বালাজি ফটো স্টুডিয়ো’। ছবির পরিচালক রাজেশ ধ্রুব। সোশ্যাল মিডিয়ায় তিনিই প্রথম এই খবর জানান। রাজেশ লেখেন, “এভাবে যে ছেড়ে চলে যাবে কিছুতেই বুঝতে পারেনি। আরও কত যুদ্ধ জেতা বাকি ছিল। নিজের স্বপ্ন পূরণ করতে এখনও অনেক সময় বাকি আছে। দয়া করে ফিরে এসো।” অগ্নিসাক্ষী ধারাবাহিকে অভিনয় করেছিলেন রাম। সেই ধারাবাহিকে তাঁর সহঅভিনেতা বিজয় সূর্য বলেন, ‘‘অক্ষয় তৃতীয়ার দিন এমন একটা দুঃসংবাদ শুনব দুঃস্বপ্নেও ভাবিনি। প্রথমে ভেবেছিলাম কেউ মজা করছে। কিন্তু পরে ঘটনাটা জানতে পারি। এককথায় দুঃখজনক।’’ গত বছরই বিয়ে করেন রাম। তাঁর বিবাহিত জীবন সুখেরই ছিল বলে খবর। কেন এভাবে নিজেকে শেষ করে দিলেন রাম সে হিসেব কিছুতেই মেলাতে পারছেন না তাঁর কাছের মানুষেরা।

 

বিগত বেশ কিছু সময় ধরে গ্ল্যামার দুনিয়ায় আত্মহত্যার ঘটনা যেন বেড়েই চলেছে। দিন দু’য়েক আগেই মৃত্যু হয়েছে অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের। তাঁর মৃত্যুও আত্মহত্যা বলেই অনুমান পুলিশের। শুধু তাই নয়, সুশান্ত সিং রাজপুত থেকে শুরু করে টলিপাড়ায় পল্লবী দে’র মৃত্যু– সামনে এসেছে হতাশা, কাজ না পাওয়ার মতো ঘটনা। গত বছরের ডিসেম্বরে মৃত্যু হয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা। তাঁর প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেন নায়িকার মা। প্রেমিক সিজান খান গ্রেফতারও হন, আপাতত তিনি জামিনে মুক্ত।