AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pratik Sen: ‘কোন পেশাগত যোগ্যতা থাকলে…’, ক্ষোভ উগরে দিলেন প্রতীক সেন

Pratik Sen: ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরে রাজত্ব করেছেন তিনি। বেশ কিছু হিট ধারাবাহিকও আছে তাঁর ঝুলিতে। তবু তাঁর মন জুড়ে ক্ষোভ। তিনি অর্থাৎ প্রতীক সেন। আর ক্ষোভের কারণ?

Pratik Sen: 'কোন পেশাগত যোগ্যতা থাকলে...', ক্ষোভ উগরে দিলেন প্রতীক সেন
ক্ষোভ উগরে দিলেন প্রতীক সেন
| Edited By: | Updated on: Feb 13, 2023 | 11:22 AM
Share

ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরে রাজত্ব করেছেন তিনি। বেশ কিছু হিট ধারাবাহিকও আছে তাঁর ঝুলিতে। তবু তাঁর মন জুড়ে ক্ষোভ। তিনি অর্থাৎ প্রতীক সেন। আর ক্ষোভের কারণ? তা নিজেই জানিয়েছেন তিনি। ডিজিটাল যুগে প্রত্যেক অভিনেতা ও অভিনেত্রীই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। আর তাঁদের প্রায় সিংহভাগের কপালেই জুটেছে ‘ব্লু টিক’। অর্থাৎ ফেক প্রোফাইলের থেকে স্বতন্ত্রতা বজায় রাখতে ফেসবুকের তরফে এক বিশেষ ফিচার। কিন্তু সবার ভাগ্যে জুটলেও প্রতীকের ভাগ্যে তা জোটেনি। আজ প্রায় এক মাস হয়ে গেলেও ব্লু টিক পাননি তিনি। আর এতেই ক্ষুব্ধ প্রতীক। গত বছরে তিনি এক পোস্ট করেছিলেন। তাতে তিনি লেখেন, “ঠিক কী করলে বা কোন পেশাগত যোগ্যতা থাকলে বা ঠিক কী পরিমাণ জনপ্রিয়তা থাকলে, ওই নীল রঙের একটি টিক আমার ফেসবুকের মাথায় যুক্ত হতে পারে…আমি নিশ্চিত যে, ওটি পাওয়ার যোগত্যা অর্জন করিনি। আপনারা এ বিষয়ে আমাকে বুঝতে সাহায্য করুন”। তিনি আরও লেখেন, “অনেকেই আমার এই অ্যাকাউন্টটিকে নকল অ্যাকাউন্ট ভাবছেন। সেটাই সমস্যার। তাই সবাইকে একটু বিরক্ত করলাম। ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন। আর বিশ্বাস রাখবেন, নীল রং ছাড়াই এই অ্যাকাউন্টটি খাঁটি।” এক বছর পার হয়ে গিয়েছে। তাঁর তুলনায় কম দিন কাজ করা অনেকের প্রোফাইলের নীল টিক এসে গেলও প্রতীকের প্রোফাইলের আজও মেলেনি নীল টিক। ফলে ক্ষুব্ধ তিনি। যদিও ফ্যানেরা ভরসা জুগিয়েছেন তাঁকে। জানিয়েছেন, ব্লু টিক থাক বাঁ না থাক, তাঁদের কাছে প্রতীক সবসময়েই খাঁটি।

প্রসঙ্গত, কিছু মাস আগেই শেষ হয়েছে তাঁর ধারাবাহিক ‘সাহেবের চিঠি’। ওই ধারাবাহিক বন্ধ হয়েছে মাত্র ছয় মাসে। আবারও ফিরছেন তিনি। সোনামণী সাহার ধারাবাহিক ‘এক্কা দোক্কা’তে এক বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে। আরও একবার দর্শকের সামনে আসবে ‘সোনাতিক’ জুটি। ফ্যানেদের আর তর সইছে না, সবাই অপেক্ষা করে আছেন এপিসোডের জন্য।