দুই শাশুড়ি বসে রয়েছেন চেয়ারে। শুধু বসে নেই। রীতিমতো বাহবা দিচ্ছেন। কাদের? তাঁদের বউমারা নাচছেন সামনে। সেই নাচ দেখে প্রশংসায় পঞ্চমুখ দুই শাশুড়ি। আর এই ঘটনা ঘটছে ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’ ধারাবাহিকের সেটে!
অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী ঠিক এ হেন একটি ভিডিয়ো শনিবার শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। এখানে তাঁর চরিত্রের নাম ‘অন্যদা’। তিনি এবং তাঁর জা ‘কমলা’ নাচছেন। আর রাসমণির দুই অনস্ক্রিন কন্যা যথাক্রমে ‘পদ্মমণি’ এবং ‘জগদম্বা’ বসে বউমাদের নাচ দেখে বাহবা দিচ্ছেন!
এ প্রসঙ্গে TV9 বাংলাকে হেসে প্রমিতা বললেন, “শাশুড়িদের বয়স হয়ে গিয়েছে তো। তাই ওরা বসে বসে দেখছে। আর বউমারা নাচ করেছে। হা হা হা…। তিন মাস হল এই ধারাবাহিকে অন্যদা চরিত্রটি করছি। খুব ভাল রেসপন্স পেয়েছি। শুরু করার সপ্তাহ দু’য়েকের মধ্যেই দারুণ ফিডব্যাক পেয়েছি। রাসমণি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক। সে কারণেই হয়তো এত কম সময়ে এত প্রশংসা পেয়েছি।”
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রেজিস্ট্রি করেছেন প্রমিতা। সে কারণে কিছুদিন ছুটি নিয়েছিলেন। তারপর এই অন্নদা চরিত্রের মাধ্যমেই ফের কামব্যাক করেন। সে সময় প্রমিতা বলেছিলেন, “অন্নদা রাসমণির নাতবৌ। তাঁর এক মেয়ে পদ্ম তাঁর কাছে থাকলেও জামাই থাকতেন না। তাঁদের সন্তান গণেশ, অর্থাৎ রাসমণির নাতি রাসমণির কাছে বড় হয়নি। নবদ্বীপে গিয়ে সেই নাতির সঙ্গে দেখা হয় তাঁর। সে সময় নবদ্বীপে সমস্ত মেয়েকে কৃষ্ণের সঙ্গে কণ্ঠীবদল করে দেবদাসী তৈরি করে দেওয়া হত। রাসমণি অন্নদার ক্ষেত্রে বাধা দেন। পরে ঘটনাচক্রে তাঁর নাতির সঙ্গে বিয়ে দেন। অন্নদার আলাদা গল্প আছে। স্ট্রাগল আছে। চরিত্রটা ভাল লেগেছে, সেজন্যই রাজি হয়েছি।”
আরও পড়ুন, ‘তথাস্তু ভগবান’-এ বিশ্বাস করেন কোয়েল? এ হেন ঈশ্বরের নাম আগে শুনেছেন?