Rahul Mazumdar: জন্মদিনে রাহুলকে ‘ভাই’ বানালেন খুকুমণী, স্ত্রী দিলেন চমকে দেওয়া উপহার

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 05, 2022 | 5:08 PM

Rahul Mazumdar: উপহার? সে তালিকাও নেহাত কম নয়। স্ত্রীর কাছ থেকে পাওয়া রাহুলের জন্মদিনের উপহার শুনলে চমকে যাবেন!

Rahul Mazumdar: জন্মদিনে রাহুলকে ভাই বানালেন খুকুমণী, স্ত্রী দিলেন চমকে দেওয়া উপহার
জন্মদিনে রাহুলকে 'ভাই' বানালেন খুকুমণী, স্ত্রী দিলেন চমকে দেওয়া উপহার

Follow Us

সদ্য ধারাবাহিক শেষ হয়েছে। হাতে এখন কিছুটা সময়। তাই জন্মদিন পালন করতে রাহুল মজুমদার সস্ত্রীক চলে গেলেন শহর থেকে কিছুটা দূরে সিঙ্গুরের কাছে এক রিসর্টে। পেলেন প্রীতির কাছ থেকে এক চমকে দেওয়া উপহার। এখানেই কি ‘সারপ্রাইজ’-এর শেষ আছে? যার সঙ্গে বিগত বেশ কিছু মাস ধরে অনস্ক্রিন চুটিয়ে করেছেন রোম্যান্স সেই খুকুমণী ওরফে দীপান্বিতা রক্ষিতের ‘ভাই’ও হয়ে গেলেন ফাঁকতালে।

রাহুলের সঙ্গে এক পোস্ট শেয়ার করেছেন দীপান্বিতা। সেখানেই ক্যাপশনে লিখেছেন, “শুভ জন্মদিন সেই মানুষটিকে যে সব সময়ই ইয়ং। হ্যাপি বার্থডে হিরো।” সঙ্গে হ্যাশট্যাগে লিখেছেন, #bestfriends #brother #brothersisterlove… অর্থাৎ ‘ভাই বোনের ভালবাসা’। নেটিজেনরা তো হেসেই খুন! হিরো শেষমেশ ভাই। রসিকতা করতেও ছাড়েননি তাঁরা। অন্যদিকে রাহুলকে নিয়ে পোস্ট করেছেন প্রীতিও। সেই পোস্ট ভালবাসার। সেই পোস্ট প্রেমের। গালে আদরের চুমু আর সঙ্গে লং ড্রাইভ– বৃষ্টির দিনে এর চেয়ে বেশি আর কী চাই?

উপহার? সে তালিকাও নেহাত কম নয়। স্ত্রীর কাছ থেকে পাওয়া রাহুলের জন্মদিনের উপহার শুনলে চমকে যাবেন! রাহুল পেয়েছেন আই ফোন ১৩- প্রো। যার বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা। আপাতত জোর কদমে চলছে সেলিব্রেশন। কাজের ফাঁকে একটু ব্রেক, মন্দ কী? দিন কয়েক আগেই শেষ হয়েছে রাহুলের ধারাবাহিক। হঠাৎ করেই শেষ হয়ে যাওয়ায় ‘খুকুমণী হোম ডেলিভারি’ নিয়ে ক্ষোভ জমেছিল দর্শকমনে। সেটের ভিতরেও বেড়েছিল হতাশা। বন্ধ হওয়ার কারণ আজও ধোঁয়াশা। যদিও পিছনে ফিরে তাকানো নয়, আবারও নতুন কাজের অপেক্ষায় ধারাবাহিকটির কলাকুশলীরা।

 

 

Next Article