Rakhi Sawant separation: প্রেম দিবসেই ভাঙল ঘর, স্বামীর সঙ্গে বিচ্ছেদ রাখীর

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 14, 2022 | 2:15 PM

প্রেম দিবসেই ভাঙল ঘর, স্বামীর সঙ্গে বিচ্ছেদ রাখীর

Rakhi Sawant separation: প্রেম দিবসেই ভাঙল ঘর, স্বামীর সঙ্গে বিচ্ছেদ রাখীর
প্রেম দিবসেই ভাঙল ঘর, স্বামীর সঙ্গে বিচ্ছেদ রাখীর

Follow Us

আবারও সিঙ্গল রাখী সাওয়ান্ত। স্বামী রিতেশ সিংয়ের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন অভিনেত্রী। প্রেম দিবসের ঠিক আগেই ভাঙল ঘর। এক বিবৃতি দিয়ে রাখীর বক্তব্য, ‘বিগবসের পর অনেক কিছু হয়ে গিয়েছে’।

রাখী লিখেছেন, “প্রিয় ভক্ত ও শুভানুধ্যায়ীরা, সবাইকে জানাতে চাই, আমি এবং রিতেশ আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। বিগবসের পর আমাদের মধ্যে অনেক কিছুই হয়ে গিয়েছে। অনেক জিনিস আমি জানতাম না, অনেক জিনিস আমার নিয়ন্ত্রণে ছিল না। আমরা চেষ্টা করেছিলাম আমাদের মধ্যেকার মতভেদ দূরে সরিয়ে রাখতে। কিন্তু এখন মনে হয় আমাদের আলাদা ভাবেই জীবনে এগিয়ে যাওয়া উচিত।”

এখানেই থামেননি তিনি। আরও লিখেছেন, “আমি দুঃখিত, আমার হৃদয় ভেঙে যাচ্ছে প্রেম দিবসের ঠিক আগেই এমন এক সিদ্ধান নিতে হল। রিতেশকে আগামীর জন্য অনেক শুভেচ্ছা। কিন্তু এই মুহূর্তে আমি কাজে মন দিতে চাই আর জীবনে খুশি থাকতে চাই। আমায় বোঝার জন্য অনেক অনেক ধন্যবাদ।”

বিগত দু’বছর ধরে রাখীর বিয়েই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাখী কি আদপে বিবাহিত, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল নেটিজেনদের মনে। বিগবস ১৫তে প্রথম বার হাজির হন রাখীর স্বামী রিতেশ। যদিও অভিযোগ ওঠে টিআরপির দৌলতে রাখী স্বামী ‘ভাড়া’ করে এনেছেন। রাখী ও রিতেশ যদি এই অভিযোগ অস্বীকার করেন। এখানেই শেষ নয়, আরও অভিযোগ ওঠে রিতেশের বিরুদ্ধেও। জানা যায় তিনি বিবাহিত। তাঁর সন্তানও রয়েছে। গার্হস্থ্য হিংসায় দায়েও মামলা চলছে তাঁর। জানা যায়, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়নি রিতেশের। রাখী ও রিতেশ আইনত স্বামী-স্ত্রী নন। আরও জোরালো হয়ে ওঠা স্বামী ভাড়া তত্ত্ব।

যদিও সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে রাখীর ভূয়সী প্রশংসা করেন রিতেশ। তিনি বলেন, “রাখীর হৃদয় সোনার মতো। যখন ওঁর সঙ্গে দেখা হয়েছিল জীবনে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি। ওঁকে আমি দেবী বই। আমার জীবনকে নতুন ভাবে সাজিয়ে দিয়েছে ও। ওকে বিয়ে সুখী হতে চাই। ওঁকে ভালবাসি যা হয়েছে তা ভুলে গিয়ে একসঙ্গে আবার পথ চলতে চাই”। বিগবস থেকে বের হওয়ার পরেই মিডিয়ার সম্মুখে স্বামী-স্ত্রীর পিডিএ চোখে পড়েছিল নেটিজেনদের। যদিও এ সব এখন অতীত। আর একসঙ্গে নেই রিতেশ-রাখী।

 

আরও পড়ুন- বিয়ে করছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা, এ বছরেই শুরু হচ্ছে নতুন যাত্রা

Next Article