বরাবরই বেফাঁস মন্তব্যের জেরে খবরের শিরোনামে জায়গা করে নিয়ে থাকেন অভিনেত্রী রাখী সাওয়ান্ত (Rakhi Sawant)। এই কারণেই টিনসেল টাউনে তাঁকে ‘ড্রামা কুইন’এর তকমাও দেওয়া হয়েছে। সম্প্রতি তিনি আবারও খবরের শিরোনামে ব্যক্তিগত সমস্যাকে কেন্দ্র করেই। গত এক বছর ধরে রাখী সাওয়ান্তের জীবনে এসেছে নতুন প্রেম, নাম আদিল খান (Adil Khan)। তাঁর সঙ্গে একপ্রকার লিভইনের সম্পর্কেই ছিলেন রাখী সাওয়ান্ত। বারে বারে প্রকাশ্যে এই জুটি ফ্রেমবন্দি হয়েছিলেন। প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছিল যে তাঁরা কবে বিয়ের পিঁড়িতে বসছেন! যদিও তা নিয়ে আদিল কথা বলা খুব একটা পছন্দ করতেন না। এবার সামনে এল আসল সত্যি। বিয়ে নিয়ে পর্দা ফাঁস করলেন ড্রামা কুইন। জানালেন আদিলের সঙ্গে নাকি তাঁর বিয়ে হয়ে গিয়েছে সাত মাস আগেই। ভিডিয়ো থেকে শুরু করে আইনি বিবাহের প্রমাণ, সমস্তটাই সামনে এনেছেন তিনি। তারপরই ঘটে বিপত্তি।
প্রকাশ্যে আদিল মুখ ফিরিয়ে নেন রাখীর থেকে। রাখী সাওয়ান্তের সঙ্গে বিয়ে নিয়ে মুখে এঁটেছেন কুলুপ। এরপর কীভাবে পরিস্থিতি সামলাবেন রাখী তা বুঝে উঠতে পারছেন না। প্রকাশ্যে বারে বারে বলে চলেছেন তিনি যে তিনি বিবাহিত, অন্যদিকে আদিলের কথার তিনি দশ দিন চান, তারপরই বিয়ে নিয়ে মুখ খুলবেন তিনি। এখন এই প্রসঙ্গে কিছু বলতে চান না রাখীর স্বামী। যদিও রাখীর সমস্যা নিয়ে মুখ খুলতে নারাজ, তাঁর কথায় আদিলের পরিবার এখন তাঁর পরিবার, তাই এই প্রসঙ্গে কোনও কথা বলা মানে সম্মান নষ্ট করা।
তবে আদিল প্রসঙ্গে তিনি জানান, ১০ দিন পর আদিল যাই করুক না কেন, এই কয়েকদিনে তাঁর যেভাবে সম্মান নষ্ট হল, তা আর ফিরবে না। আগে রাখী সাওয়ান্ত ভক্তদের সঙ্গে দেখা হলেও হাসিমুখে কথা বলতেন। কিন্তু এবার এক ভক্ত তাঁর কাছে ছবি তুলতে এলে তিনি রীতিমত রেগে বলে দিলেন, তিনি বিবাহিত। কমেন্ট বক্সে এরপর থেকেই ছড়িয়ে পড়ে মন্তব্য, তবে কি এবার আর রাখীর সঙ্গে চাইলেই ছবি তোলা যাবে না!