Rakhi Sawant: রোজা রাখার নামে এত বড় মিথ্যে! রাখীর গোপন কথা ফাঁস হতেই তুলোধনা
Rakhi Sawant: আবারও নেটিজেনদের একটা বড় অংশের আতসকাচে রাখী সাওয়ান্ত। ইসলাম ধর্মকে অপমান করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। নেটিজেনদের দাবি, রোজা রাখার নামে মিথ্যে বলেছেন তিনি।
আবারও নেটিজেনদের একটা বড় অংশের আতসকাচে রাখী সাওয়ান্ত। ইসলাম ধর্মকে অপমান করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। নেটিজেনদের দাবি, রোজা রাখার নামে মিথ্যে বলেছেন তিনি। রমজান মাসে রাখী যে রোজা রাখছেন, তা তিনি আগেই জানিয়েছিলেন। তবে কিছু দিন আগেই তাঁর এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ভুল করে চুইংগাম খেয়ে ফেলায় তাঁর রোজা নাকি ভেঙে গিয়েছে। যদিও এরপর তিনি জানান, তিনি আবার রোজা রাখছেন। তবে সম্প্রতি তাঁর আরও এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যে ভিডিয়োতে দেখা গিয়েছে, রোজা রাখা নিয়ে নিজের মন্তব্য রাখছেন রাখী। অন ক্যামেরা বলছেন, “আল্লাহর আমার উপর আশীর্বাদ রয়েছে। আমার খিদে পায় না। তেষ্টাও লাগে না। খুব ভাল করেই রোজা পালন করছি।” যদিও এর পরেই দেখা যায় রাখীর মুখে চুইংগাম। চুইংগাম চিবোতে চিবোতেই রোজা রাখার কথা বলছেন তিনি। আর এতেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ। তাঁদের অভিযোগ, ধর্ম নিয়ে ছেলেখেলা করছেন রাখী।
অনেকেই আবার তাঁকে সুপারিশ দিয়েছেন, পুরনো ধর্মে ফিরে যেতে। স্বামী আদিল খানকে বিবাহ করার জন্য ধর্ম পরিবর্তন করেছিলেন রাখী। ইসলাম গ্রহণ করার পর তাঁর নতুন নাম হয় ফতিমা। এরপর তাঁকে হিজাব পরতেও দেখা গিয়েছিল। তবে এই মুহূর্তে স্বামীর সঙ্গে সম্পর্কে বেশ খারাপ রাখীর। স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও মারধরের অভিযোগ এনেছেন তিনি। কিছু দিন আগেই মা’কেও ক্যানসারে হারিয়েছেন রাখী। একদিকে মাতৃবিয়োগের ব্যথা, অন্যদিকে বৈবাহিক জীবন অশান্তি-রাখীর জীবন বিড়ম্বনা যেন শেষ হওয়ার নয়। এর আগে সংবাদমাধ্যমের সামনে রাখী দাবি করেন, তাঁকে দরজা পর্যন্ত আদিল এমন ভাবে হেঁচড়ে নিয়ে গিয়েছেন যে প্রস্রাব করে ফেলেছেন তিনি। তাঁর দাবি, তনু বলে এক মহিলার সঙ্গে নাকি সম্পর্কে আছেন আদিল খান দুরানি। ওই মহিলা যদিও বিবাহিত বলেই জানিয়েছেন রাখী। কাঁদতে কাঁদতে রাখী বলেন, “আদিলের যে নতুন প্রেমিকা তাঁর তিন বছর আগেই বিয়ে হয়ে গিয়েছে। আমি আদিলকে মেসেজ করেছিলাম। জিজ্ঞাসা করেছিলাম তুমি এটা কী করে করলে? বিয়ে থেকে ভরসাই উঠে গেল। সব ছারখার হয়ে গেল আমার।”
তবে রাখী জানিয়েছিলেন, আদিলের সঙ্গে সম্পর্ক খারাপ হলেও তিনি তাঁর খারাপ চান না। তাঁর মতে ইসলাম ক্ষমা করতে শেখায়, তাই আদিলকেও ক্ষমাই করতে চান তিনি। এ হেন রাখীই এবার নেটিজেনদের রোষের মুখে। তাঁকে মিথ্যেবাদী বলছেন সকলেই।
View this post on Instagram