Rakhi Sawant: আদিলের শরীরে ‘লাভবাইটস’, রাখি তাঁর স্বামীকে মারে? লাইভে এসে রহস্য ফাঁস

Rakhi Sawant Controversy: রাখির কথায়, তিনি সলমনের নাম নিয়ে কোনও ভয় দেখাননি। জানান, অনেক কাজ রয়েছে সলমন খানের হাতে...। 

Rakhi Sawant: আদিলের শরীরে 'লাভবাইটস', রাখি তাঁর স্বামীকে মারে? লাইভে এসে রহস্য ফাঁস
Follow Us:
| Edited By: | Updated on: Feb 06, 2023 | 8:03 AM

আদিল খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনার পরও সব ঠিক হয়ে যাওয়ার অপেক্ষায় রাখি সাওয়ান্ত। স্বামীর পরকীয়া ক্ষমা করতে তিনি ছিলেন রাজি। সেই মতো সব ঠিক হওয়ার খবরও জানিয়েছিলেন নিজেই। আদিল নাকি ক্ষমা চেয়েছে তাঁর কাছে। মিডিয়ার সামনে মুখ খুলতেই আবারও অন্যরূপ ধারণ করলেন আদিল খান। সাফ জানিয়ে দিলেন, তাঁরও একাধিক অভিযোগ রয়েছে রাখির বিরুদ্ধে। রাখি নাকি তাঁকে ধরে মারেন, শুধু তাই নয়, পরিকল্পনা করে বদনাম করছেন আদিলকে ও তাণর পরিবারকে। সলমন খানের নাম নিয়ে হুমকিও দেখাচ্ছেন। তবে এর মধ্যে কোনও তথ্যই সত্যি নয় বলেও জানিয়ে দেন রাখি সাওয়ান্ত। লাইভে এসে মুখ খুলতে চেয়েও সবটা বলতে পারলেন না রাখি। আদিল খানের সঙ্গে গত আট মাস আগেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

কিন্তু সেই খবর আদিলেরই কথায় চেপে রেখেছিলেন তিনি। প্রকাশ্যে জানিয়েছিলেন রাখি সাওয়ান্ত, তিনি যখন বিগ বসের ঘরে ছিলেন, তখন আদিল জড়িয়ে পড়ে অন্য সম্পর্ত। সব তথ্য প্রমাণই রয়েছে তাঁর কাছে। সবটাই তিনি মিডিয়ার সামনে আনতে পারেন। এরপরই ঘটে বিপত্তি। আদিল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি ডিভোর্স দিয়ে দেবেন যদি রাখি সাওয়ান্ত আদিলের বিষয় মুখ খোলেন। তিনি নাকি তামাশা করে চলেছেন মিডিয়ার সামনে। চোখ জল নিয়ে বারে বারে মিডিয়ার কাছে সাহায্য চাইছেন রাখি সাওয়ান্ত। প্রকাশ্যে আসতে অনুরোধ করেছিলেন আদিলকে।

বিয়ের খবর সামনে আসতেই বেঁকে বসেছিলেন রাখির স্বামী। কারণ বুঝতে পারছিলেন না রাখি। এবার মিডিয়াকেও চোখ রাঙানি তাঁর। স্পষ্ট অভিযোগ আনলেন, তিনি তো বারে বারে বলেছিলেন, যে আদিলকে এতোটা গুরুত্ব না দিতে। তবে কেন মিডিয়া সেই কথা রাখল না? আজ আদিল তাঁকে সিঁড়ি করে ব্যবহার করছেন। রাখি সাওয়ান্তের এই অভিযোগে সকলেই এক কথায় অবাক। সদ্য মা মারা গিয়েছে তাঁর। এরই মাঝে পরকীয়া নিয়ে চর্চা তুঙ্গে।

চোখে জল নিয়ে রাখি জানান, যখন কেউ তাঁর স্বামীর শরীরে অন্যকারও লাভবাইটস দেখেন তবে তাঁর কী পরিস্থিতি হতে পারে?  রাখির কথায়, কে কাকে মারে তার প্রমাণও তাঁর কাছে রয়েছে প্রয়োজনে দেখাতে পারেন তিনি। আদিল তাঁকে জানিয়েছেন, সারা জীবন লেগে যাবে। তাঁকে টাকা দিতে বহু মহিলা বর্তমানে রাজি। যদিও আদিলের আসল রূপ প্রকাশ্যে আনতে এখনও রাজি নন রাখি, তিনি অপেক্ষায়, যদি সবটা ঠিক করা সম্ভব হয়। রাখির কথায়, তিনি সলমনের নাম নিয়ে কোনও ভয় দেখাননি। সলমন খানের অনেক কাজ রয়েছে হাতে এসব বিষয় মাথা ঘামানোর সময় নেই তাঁর।