রাখি সাওয়ান্তের মুখে যা আসে তাই যেন বলে ফেলেন। অর্থাৎ খুব একটা ভেবে চিন্তে তাঁকে কথা বলতে কখনও-ই দেখা যায়নি। যার ফলে এক শ্রেণি তাঁকে ভীষণ পছন্দ করেন, অপরশ্রেণি আবার তাঁর এই মন্তব্যের জন্য চরম ট্রোল্ড করতে পিছপা হয় না। তবে এবার রাখি সাওয়ান্ত যা বললেন, তা নিয়ে নেট দুনিয়ার শোরগোল তুঙ্গে। তিনি চান তাঁর জীবন নিয়ে ছবি তৈরি হোক, তিনি চান বলিউড তাঁর বায়োপিক তৈরি করুক। তবে অভিনেত্রী কে হবেন, পরিচালনায় কে থাকবেন, সবটাই তিনি নিজেই আগেভাগে স্থির করে রেখেছেন। এক সাক্ষাৎকারে রাখি সাওয়ান্তকে বলতে শোনা গেল তিনি চান তাঁর চরিত্রে অভিনয় করুক আলিয়া ভাট কিংবা বিদ্যা বালান।
এখানেই শেষ নয়, পরিচালক হিসেবে তিনি চান কান্তারা ছবির পরিচালক ঋষভ শেট্টি। রাখি সাওয়ান্তের এইমানের স্বপ্ন দেখে একশ্রেণি যেমন হাসির রোলে ভরিয়ে তুলছে নেটপাড়া, অপরশ্রেণি আবার বেজায় প্রশ্ন তুলছেন এমন জল্পনা কি সত্যি বর্তমান নাকি রাখি কেবল তাঁর মনের কথা শেয়ার করে নিচ্ছেন। সেলেবদের মধ্যে এই প্রশ্ন ভীষণ সাধারণ, নিজের বায়োপিকে তাঁরা কাকে দেখতে চান, এ প্রশ্নের মুখোমুখি অধিকাংশ সেলিব্রিটিকেই মাঝেমধ্যে হতে হয়। সেভাবেই হয়তো রাখি সাওয়ান্ত তাঁর মনের ইচ্ছের কথা জানিয়েছেন। যদিও বলিউডের অন্দরমহলে তাঁর বায়োপিক নিয়ে কোনও খবরই বর্তমান নয়।
জীবনে একাধির ওঠা পড়ার সাক্ষী থেকেছেন রাখি। একাধিক বিয়ে, একাধিক সম্পর্ক, তবে তাঁর কথায় সংসার করা হল না। সুখের মুখ দেখেননি অভিনেত্রী। বর্তমানে আদিল দুরানি খানের সঙ্গে তাঁর বচসা তুঙ্গে। যদিও টুকটাক কাজ চালিয়ে যাচ্ছেন রাখি। তবে বলিউডের ড্রামা কুইনকে নিয়ে কি সত্যি ছবি হতে চলেছে এই প্রশ্ন এখন মাথাচারা দিয়েছেন একটু দুনিয়ায়।