চার বছর আগে যে যাত্রা শুরু হয়েছিল, অবশেষে তা শেষের পথে। অন্তিম সময় উপস্থিত। এই যাত্রা রানির। এই যাত্রা অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের। সৌজন্য জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রানি রাসমণি। চার বছর আগে এই ধারাবাহিকে কাজ শুরু করেছিলেন দিতিপ্রিয়া। অবশেষে চিত্রনাট্য অনুযায়ী রানির মৃত্যুর পর্ব দেখানো হবে আগামী ৪ জুলাই।
১৩২৩ এপিসোড পেরিয়ে এসেছে এই ধারাবাহিক। ১৫ বছরের দিতিপ্রিয়া এখন ১৮ বছরের। রানির সব বয়সের চরিত্রেই তিনি অভিনয় করলেন। অনেক ছোট থেকে অভিনয় শুরু করলেও এই ধারাবাহিক দিতিপ্রিয়াকে তুমুল জনপ্রিয়তা এনে দিয়েছে। এ প্রসঙ্গে কিছুদিন আগে দিতিপ্রিয়া TV9 বাংলাকে বলেন, “আমার চরিত্র অর্থাৎ রাসমণির চরিত্র শেষ হয়ে যাবে। সেভাবেই চিত্রনাট্য লেখা হচ্ছে। লকডাউনের জন্য শুটিং বন্ধ না হয়ে গেলে, এতদিনে হয়তো আমার শুটিংও শেষ হয়ে যেত।”
এতগুলো দিন একটা ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে থাকার পর দৃশ্যতই মন খারাপ দিতিপ্রিয়ার। এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত অন্যান্য কলাকুশলীদেরও মন ভারাক্রান্ত। অন্তিম পর্বের আগে দিতিপ্রিয়া বললেন, “এই জার্নিটার সব কিছুই আমার সঙ্গে থেকে যাবে। কাজ শেখা…। এই চার বছরে অনেক কিছু শিখেছি। সব থেকে বড় দর্শকের ভালবাসা। এই চার বছর আপনারা যে ভালবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। রানিমার দয়াময়ী দিকটা আর প্রতিবাদী দিকটা সব সময় নিজের মধ্যে রাখার চেষ্টা করব। সত্যিই জানি না এত ভালবাসার যোগ্য কি না আমি। আমার যাত্রা শেষ হলেও এই ধারাবাহিক অবশ্যই আমি দেখব, শুটিংয়ের ব্যস্ততার কারণে কোনও সিন দেখতে না পেলে পরে জি ফাইভে এখনও দেখে নিই, পরেও সেটাই করব।”
রানির অন্তিম পর্বের শুটিংয়ে অন্য কলাকুশলীরা।
আপাতত হাতে বেশ কিছু ছবির কাজ রয়েছে দিতিপ্রিয়ার। পাভেলের পরিচালনায় একটি ছবিতে অভিনয় করবেন তিনি। সে প্রসঙ্গে আগেই বলেছিলেন, “পাভেলদার সঙ্গে একটা ছবি করছি আমি। কনট্র্যাক্টও সাইন হয়ে গিয়েছে। দারুণ লেগেছে স্ক্রিপ্টটা। আপাতত এটুকু। বাকিটা কয়েকদিন পরে জানাব।”
দিতিপ্রিয়ার জার্নি শেষ হলেও এই ধারাবাহিক এখনও চলবে। সূত্রের খবর, রাসমণির মৃত্যুর পর শ্রীরামকৃষ্ণের জার্নি দেখানো হবে। এই ভূমিকায় অভিনয় করছেন সৌরভ সাহা। ধারাবাহিকের নতুন নাম হবে ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’।
আরও পড়ুন, ‘অ্যাডাল্ট ফিল্ম দেখছিলাম, হঠাৎই মাসি চলে এসেছিল’, স্মৃতিচারণায় বিক্রান্ত