কামব্যাক করেছেন রিয়া চক্রবর্তী। শোনা যাচ্ছে, সুশান্ত-অধ্যাকে দূরে সরিয়ে প্রেমেও পড়েছেন তিনি। তবু নাকি তাঁকে কাজে নিতে সকলের মনে কাজ করছেন আতঙ্ক। এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করে বসলেন নিজেই। ঘটনার প্রায় তিন বছর কেটে যাওয়ার পরেই বলিউডে সেভাবে কাজ পাচ্ছেন না রিয়া। সম্প্রতি ‘রোডিজ’-এ তাঁকে দেখা গেলেও ছবির অফার সেইভাবে নেই বললেই চলে। কেন? রিয়ার যুক্তি, তাঁকে নিয়ে এখনও লোকের মনে এক অজানা ভয় কাজ করছে। সুশান্তের মৃত্যুর পর সাধারণের চোখে তিনিই ছিলেন দোষী। সেই কারণেই, তাঁর কাজ নেতিবাচকতা সৃষ্টি করতে পারেই বলে মনে করছেন অনেকে। তবে তিনি মনে করেন, আগের থেকে পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। খুব শীঘ্রই সব কিছু আগের মতো হয়ে যাবে বলেই মনে করছেন রিয়া। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়েই সবচেয়ে বেশি ট্রোলিং হয়, সে কথা নিজেই বলেছেন রিয়া। তাঁকে রোডিজে নেওয়ার পরেও শুরু হয়েছিল বয়কট রোডিজ ট্রেন্ড। যদিও শেষমেশ ভাল টিআরপি নিয়েই যাত্রা শেষ করে ওই রিয়ালিটি শো।
২০২০ সালের ১৪ জুন প্রয়াত হন সুশান্ত সিং রাজপুত। মুম্বইয়ের বিলাসবহুল ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর দেহ। সুশান্তের পরিবারের পক্ষ থেকে রিয়ার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করা হয়। সাধারণও তাঁর বিরুদ্ধে সরব হয়ে ওঠে। সুশান্ত মামলায় ডাক পড়ে ইডি, সিবিআই ও এনসিবিরও। আর এনসিবি অর্থাৎ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোই মাদক প্রাচার ও গ্রহণের অভিযোগে রিয়াকে গ্রেফতার করে, যদিও কিছু দিনের মধ্যে ছাড়াও পেয়ে যান তিনি। তবে ট্রোলিং শেষ হয়নি। আগামী দিনে তাঁর কেরিয়ার কোন খাতে এগোয়, এখন সেটাই দেখার।