Rhea Chakraborty: বিগবসে কি যাচ্ছেন রিয়া, শেষমুহূর্তে কী জানা যাচ্ছে?

ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন রিয়া। কিন্তু তাঁকে নিয়ে এখনও ভ্রু কুঁচকে আছে ইন্ডাস্ট্রির একাংশ। বিগ বসে অংশগ্রহণ করে অনেকের কেরিয়ার ফিরেছে। কিন্তু রিয়া সেই পথে হাঁটবেন না বলেই প্রাথমিক অনুমান।

Rhea Chakraborty: বিগবসে কি যাচ্ছেন রিয়া, শেষমুহূর্তে কী জানা যাচ্ছে?
রিয়া চক্রবর্তী
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2021 | 8:47 PM

হাতে সময় মাত্র দু’দিন। শুরু হতে চলেছে বিগবসের নতুন সিজন। সেই সিজন সঞ্চালনা করবেন সলমন খান। কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল বিগবসের এই সিজনে নাকি অংশ নিতে পারেন রিয়া চক্রবর্তী। সে জন্য নাকি তাঁকে চ্যানেলের তরফে অফার করা হয়েছে বেশ মোটা টাকা। এবার তা নিয়েই মুখ খুললেন রিয়া নিজেই। কী জানা যাচ্ছে?

বৃহস্পতিবার মুম্বইয়ের এক পার্লারের সামনে তাঁকে ঘিরে ধরে পাপারাৎজি। তাঁদের প্রশ্নেই রিয়া জানান, তিনি অংশ নিচ্ছেন না বিগবসে। এর আগেই সূত্র মারফৎ শোনা গিয়েছিল, প্রতি সপ্তাহের জন্য রিয়াকে ৩৫ লক্ষ টাকা পারিশ্রমিক অফার করেছেন বিগ বস নির্মাতারা। যদিও সাম্প্রতিক খবর, সেই অফার নাকি ফিরিয়ে দিয়েছেন রিয়া। তাঁর হাতে অনেক কাজ রয়েছে এমনটা নয়, তবে দ্বিতীয় ইনিংস এভাবে রিয়ালিটি শো’র মাধ্যমে রিয়া শুরু করতে চাইছেন না বলেই খবর।

View this post on Instagram

A post shared by Voompla (@voompla)

ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন রিয়া। কিন্তু তাঁকে নিয়ে এখনও ভ্রু কুঁচকে আছে ইন্ডাস্ট্রির একাংশ। বিগ বসে অংশগ্রহণ করে অনেকের কেরিয়ার ফিরেছে। কিন্তু রিয়া সেই পথে হাঁটবেন না বলেই প্রাথমিক অনুমান। তবু ইন্ডাস্ট্রি কখন যে চাকা ঘোরে, তা বোঝা দায়!

গত বছর সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই রিয়া ছিলেন লাইমলাইটে। জল গড়িয়েছিল অনেক দূর। রিয়া ও শৌভিক– দুইজনই মাদক মামলায় হাজতবাস করেছেন। এর মধ্যে শৌভিকের হাজতবাসের সময় ছিল রিয়ার থেকে বেশি। কিন্তু সে সব এখন অতীত। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে রুমি জাফরির ছবি চেহরে। এই ছবিতে স্বল্প পরিসরে অভিনয় করেছেন রিয়া। ছবিতে রিয়া ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, ইমরান হাসমিসহ অনেকেই। যদিও বক্স অফিসে এই ছবি বেশ সমালোচনার মধ্যে পড়েছে। গল্পের প্লট নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত ৯ এপ্রিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় হিসেবে ওলটপালট হয়ে যায়। এর আগে মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। ট্রেলারটি ছিল আদ্যপান্ত সাসপেন্সে মোড়া। ট্রেলারটির সময়সীমা প্রায় তিন মিনিট। কিন্তু তাতে রিয়ার উপস্থিতি হাতে গোনা কয়েক সেকন্ড। সুশান্ত কাণ্ডের ঝড়, নাকি অন্য কারণ– ঠিক কী জন্য রিয়ার উপস্থিতি এত কম ‘চেহরে’র ট্রেলারে? মুখ খুলেছিলেন ছবির পরিচালক রুমি জাফরি এবং প্রযোজক আনন্দ পন্ডিত।

আনন্দ বলেছিলেন, “রিয়ার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। ওর পাশে রয়েছি। চেহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ রিয়া। আমি খুশি যে ছবির প্রচারের জন্য রিয়াকে বাদ দেওয়া হয়নি।” অন্যদিকে রুমি জাফরির কথায়, “প্রথম থেকেই রিয়াকে প্রমোশনের শেষের অংশেই রাখার কথা ছিল”। রুমি জানান, চেহরেতে রিয়ার চরিত্রটি ছোট। তাই সুশান্ত কাণ্ড না হলেও রিয়াকে ট্রেলারে এখন যতটা দেখা যাচ্ছে তখনও ততটাই দেখা যেত। রুমি বলেন, “কোনও কিছু প্রমাণ করার জন্য তো রিয়ার স্ক্রিন প্রেজেন্স আমরা ইচ্ছাকৃত ভাবে দীর্ঘক্ষণ করতে পারি না।” রিয়ার ঘনিষ্ঠ সূত্রে খবর, রিয়ালিটি শো নয়, বরং ছবির মাধ্যমেই পর্দায় ফিরতে চাইছেন তিনি আর সে কারণে কথাও বলছেন ইন্ডাস্ট্রির প্রযোজকদের সঙ্গে।