AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rimjhim Mitra: মুখে ‘সিগারেট’, হাতে বোতল! রিমঝিমের ভিডিয়ো ফাঁস হতেই এ কী হল…

Rimjhim Mitra: রিমঝিম মিত্রকে কে না চেনেন? সম্প্রতি 'তোমাদের রানি' ধারাবাহিকে বাড়ির বড় বউয়ের চরিত্রে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছে। সেই রিমঝিমের হাতেই নাকি এবার বোতল! মুখে আবার সিগারেট! এখানেই শেষ নয়-- সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি 'জামাল কুদু'র সঙ্গে জমিয়ে নাচও!

Rimjhim Mitra: মুখে 'সিগারেট', হাতে বোতল! রিমঝিমের ভিডিয়ো ফাঁস হতেই এ কী হল...
রিমঝিম মিত্র।
| Edited By: | Updated on: Dec 14, 2023 | 3:41 PM
Share

রিমঝিম মিত্রকে কে না চেনেন? সম্প্রতি ‘তোমাদের রানি’ ধারাবাহিকে বাড়ির বড় বউয়ের চরিত্রে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছে। সেই রিমঝিমের হাতেই নাকি এবার বোতল! মুখে আবার সিগারেট! এখানেই শেষ নয়– সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি ‘জামাল কুদু’র সঙ্গে জমিয়ে নাচও! এই সব দেখেই নেটিজেনদের মন্তব্য, ‘তুমিও বিড়ি খাওয়া শুরু করে দিলে!” শুধু কি রিমঝিম? তালিকায় রয়েছে বাড়ির আরও দুই বউও… সবাইকে নিয়েই ‘পার্টি মোডে’ রিমঝিম। কী ভাবছেন? নায়িকার হলটা কী? আসলে ট্রেন্ডে গা ভাসিয়েছেন রিমঝিম। ‘অ্যানিম্যাল’-এর ওই জামাল কুডুর ট্রেন্ড অনুসরণ করেছেন তিনিও। হাতে থাকা বোতলে মদ নয়! রয়েছে জল। আর মুখে সিগারেট দেখেও আঁতকে ওঠার কারণ নেই। রিমঝিম ভক্তদের নজর এড়ায়নি, অভিনেত্রীর মুখে যে সিগারেট রয়েছে তা আদপে সিগারেটই নয়। মিন্ট স্বাদের সিগারেট-সদৃশ এক ধরনের ক্যান্ডি— হাওয়ায় গা ভাসিয়েছেন তাঁরা… নেশার ‘প্রমোশন’ করেননি।

এ দিন অর্থাৎ বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে টিআরপির তালিকা। টিআরপি তালিকায় বেশ ভালই ফল করেছে ‘তোমাদের রানি’। পঞ্চম স্থানে রয়েছে এই ধারাবাহিক। পেয়েছে ৭.০। এই মুহূর্তে জমে উঠেছে ধারাবাহিকটির ট্র্যাক। রানি মা হবেন, শাশুড়ির তাঁর প্রতি আচরণ বদলাচ্ছে ক্রমশ। ভালবাসার বন্ধনে আবদ্ধ হচ্ছেন তাঁরা। সব মিলিয়ে জমজমাট পরিবারের অন্দরমহল।