Tollywood Actress: কাউকে কিচ্ছু না জানিয়ে বিয়ে করে ফেললেন রিমঝিম মিত্র!
Tollywood Actress: রিমঝিম মিত্র নাকি বিয়ে করে ফেলেছেন। সকাল থেকে এই নিয়েই হইচই টলিপাড়ায়।
রিমঝিম মিত্র নাকি বিয়ে করে ফেলেছেন। সকাল থেকে এই নিয়েই হইচই টলিপাড়ায়। বিয়ে করলেন অথচ কেউ জানতেও পারলেন না! শুধু নেটিজেনরাই নন, রীতিমতো তাজ্জব তাঁর সতীর্থরাই। নিজের ছবি শেয়ার করে রিমঝিম যে নিজেই লিখেছেন ‘বিবাহিত’। শুধু কি তাই? একই সঙ্গে লিখেছেন, “নতুন জীবন শুরু করলাম”। ছবিও দিয়েছেন কনের সাজে। মাথাভর্তি সিঁদুর। নাকে নোলক, গায়ে লাল রঙা বেনারসী, পুরোদস্তুর বিয়ের সাজে করেছেন ছবি শেয়ার। কমেন্ট বক্সে আবার শুভেচ্ছও জানিয়েছেন সকলেই। এই যেমন লাজবন্তী রায় লিখেছেন, “সত্যি বলছিস? অনেক অনেক ভালবাসা নিস, শুভেচ্ছা নিস।” মন্তব্য করেছেন প্রযোজক রানা সরকারও। আর ওদিকে নেটিজেনরা রীতিমতো বিভ্রান্ত। তাঁরা খুঁজে বেড়াচ্ছেন রিমঝিমের স্বামী কে? কিন্তু কাহিনী তে যে টুইস্ট রয়েছে তাও দাবি করছেন কেউ কেউ। ক্যালেন্ডারের দিকে চোখ দিন। আজ কত তারিখ? ১ এপ্রিল– মানে খাতায় কলমে এপ্রিল ফুলস ডে। সেই কারণে কেউ কেউ মনে করেছেন, বিয়ে-টিয়ে সব গিমিক, আদপে বোকা বানাচ্ছেন রিমঝিম। সত্যি জানতে টিভিনাইন বাংলা ফোন করেছিল তাঁকে। তাঁর ফোন বেজে গিয়েছে। ২৪ ঘ্ণ্টার জন্য সাসপেন্স বজায় রাখতেই আপাতত ‘স্পিক্টি নট’ নায়িকা, মনে করছেন অনেকেই।
ওদিকে চৈত্র মাসে যে বাঙালি বিয়ে হয় না, তাও কে না জানেন? তবে ওই ছবি মিথ্যে নয়। বিয়ে তিনি করেছিলেন ঠিকই, তবে তা বাস্তব জীবনে নয়, ধারাবাহিকে। ‘তিতলি’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন রিমঝিম। ওই ছবিটি সেই ধারাবাহিকেরই অংশ বলে মনে করছেন অনেকেই। ইন্ডাস্ট্রিতে প্রায় এক যুগ কাটিয়ে ফেলেছেন রিমঝিম। তিনি ভাল নাচও করেন। অংশ নিয়েছিলেন তারকাদের নাচের শো’য়ে। তাঁর অভিনয় ক্ষমতার সম্পর্কেও ইন্ডাস্ট্রি ওয়াকিবহাল। তবে সাম্প্রতিক কালে তাঁর কাজের পরিধি কমেছে বলেই মনে করেন অনেকেই। তিনি যুক্ত রয়েছেন রাজনীতির সঙ্গেও, বিজেপির সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। বহুদিন ধরেই রাজ্য সরকারের সমালোচনা করেন সোশ্যাল মিডিয়ায়। বচসায় জড়িয়েছেন সতীর্থদের সঙ্গে। নাম না করে শ্রীলেখা মিত্রকে ‘থলথলে বৌদি’ বলে হয়েছেন কটাক্ষের শিকারও। তবে নিজের মতো করেই বাঁচতে চান তিনি। আর এই খুচড়ো মজা? তা না হয় চলতে থাক…