রটেছিল যা, হল না তা। বিগত বেশ কিছু দিন ধরে চলতে থাকা যাবতীয় ট্রোল, ভুয়ো খবরকে কার্যত চুপ করিয়ে দিলেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। নতুন বছর আসতেই বুঝিয়ে দিলেন, স্বামীর সঙ্গে বিবাদের গুঞ্জন আদপে রটনা ছাড়া আর কিছুই নয়। এক ফ্রেম শেয়ার করে দু’জনেই জানালেন নতুন বছরের শুভেচ্ছা। গত ১৯ জানুয়ারি বিয়ে করেন বাংলা ধারাবাহিকের এই নায়িকা। বিয়ের পর থেকেই শুরু হয় অবিরাম ট্রোলিং। নেপথ্যে তাঁর স্বামীর উচ্চতা। স্বামীর উচ্চতা রুশার থেকে কিছুটা কম হওয়ায় লাগাতার ট্রোল শুরু হয়। সে সময় চুপ ছিলেন নায়িকা। এর পর তিনি চলে যান মার্কিন মুলুকে। যদিও বিদেশে যাওয়ার পর থেকে নিজের একাধিক ছবি শেয়ার করলেও স্বামীর ছবি তিনি শেয়ার করেননি। এরপরেই শুরু হয় রটনা। কখনও রটে তিনি ভাল নেই আবার কখনও রটে, বিয়ে নিয়ে নাকি তিনি অখুশি। এবার সেই সব রটনাকেই চুপ করিয়ে দিলেন তিনি।
TV9 বাংলাকে বিয়ের আগে রুশা জানান, বাবা-মায়ের পছন্দ করা পাত্রকেই বিয়ে করেছেন তিনি। তাঁরই সঙ্গে পরবর্তীতে প্রেম হয় এবং তারপর বিয়ে করেন দু’জনে। রুশার স্বামীর নাম অনুরণ রায়চৌধুরী। ওয়াশিংটনের সিয়াটেলেই তিনি থাকেন। সেখানেই চাকরি করেন। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গেই সেখানেই ঘরকন্য করছেন তিনি। বিদায় জানিয়েছেন সিনেমা-সিরিয়ালের কেরিয়ারকেও। এত ভাল কেরিয়ার ছেড়ে যাওয়া নিয়ে এর আগে রুশা বলেছিলেন, “অনেকদিন হল আমি আর এই ইন্ডাস্ট্রিতে নেই। ১৩ বছর কাটিয়ে দিয়েছি। অনেক কিছু দিয়েছে আমাকে এই ইন্ডাস্ট্রি। খুব আনন্দ করে কাজ করেছি সকলের সঙ্গে। এখন মন হল আমার সেটেল করা দরকার। তাই বিয়েটা করে ফেলছি। শেষমেশ সব চরিত্রদের চিরবিদায় জানিয়ে আমি চলে যাচ্ছি এ দেশ ছেড়ে।” সেই মতোই আপাতত ঘোর সংসারী তিনি।
রুশার অভিনয় কেরিয়ার ১৩ বছরের। কিছুদিন আগেই ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে অতিথি শিল্পী হয়ে এসেছিলেন। ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁর অভিনয় কেরিয়ারের মাইলফলক বলা যেতে পারে ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকে ঊষসী চরিত্রটি। তিনিই ছিলেন সেই হিট সিরিয়ালের নায়িকা। পরবর্তীকালে হিন্দিতেও রিমেক হয়েছে সিরিয়ালটি। এক মেধাবী গৃহবধূর আইপিএস অফিসার হয়ে ওঠার কাহিনি বলেছিল সেটি। তবে রুশাকে প্রথম দর্শক দেখেন ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে ঋতাভরী চক্রবর্তীর বোনের চরিত্রে।