মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। স্বামী অনুরণ রায়চৌধুরীর সঙ্গে সেখানেই সুখের সংসার তাঁর। অভিনয় জগৎ থেকে বিদায় জানিয়েছেন তিনি। বিদায় জানিয়েছেন কেরিয়ারকেও। বিদেশে গিয়ে তাঁর জীবন জুড়ে অনুরণ। কেমন আছেন তিনি? তা নিয়ে ভক্তমহলেও কৌতূহল কিছু কম নয়। বারেবারেই রটেছে তা নিয়ে গুঞ্জন। রটেছে স্বামীর সঙ্গে নাকি সম্পর্ক একেবারেই ভাল নেই তাঁর। যদিও সেই সব গুঞ্জনকে কার্যত চুপ করিয়ে দিয়েছেন রুশার স্বামীর সঙ্গে লিপলকের ছবি দিয়ে।
তবে শুধু স্বামীই নন। বিদেশ বিভূঁইয়ে রুশা খুঁজে পেয়েছেন নতুন বন্ধুদেরও। লাস এঞ্জেলস থেকে বন্ধুদের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লেখেন, “আমিগোস (বন্ধুরা) ইন লস এঞ্জেলস’। ভক্তরা কমেন্ট বক্সে জানিয়েছেন ভালবাসা। একই সঙ্গে কারও মন খারাপ। আর যে কোনওদিন রুশাকে টিভির পর্দায় দেখতে পারবেন না তাঁরা, সে বিষয়ে মোটামুটি নিশ্চিত তাঁরা। সফল কেরিয়ার, হঠাৎ করেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন রুশা? এ নিয়ে আগে মুখ খুলেছিলেন রুশা। টিভিনাইন বাংলাকে বলেছিলেন, “অনেকদিন হল আমি আর এই ইন্ডাস্ট্রিতে নেই। ১৩ বছর কাটিয়ে দিয়েছি। অনেক কিছু দিয়েছে আমাকে এই ইন্ডাস্ট্রি। খুব আনন্দ করে কাজ করেছি সকলের সঙ্গে। এখন মন হল আমার সেটেল করা দরকার। তাই বিয়েটা করে ফেলছি। শেষমেশ সব চরিত্রদের চিরবিদায় জানিয়ে আমি চলে যাচ্ছি এ দেশ ছেড়ে।” সেই মতোই আপাতত ঘোর সংসারী তিনি। সেখানেই চলছে তাঁর ও অনুরণের জীবন যাপন।