রোশনী ভট্টাচার্য– বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী তিনি। সম্প্রতি তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেন জানেন? যে সিরিজ থেকে বাদ পড়েছেন তৃণা সাহা, সেই সিরিজেই ওই নায়িকার পরিবর্তে দেখা গিয়েছে রোশনীকে। সিরিজের নাম ‘মাতঙ্গী’। আজ অর্থাৎ রবিবার তাঁর জন্মদিন। সেই উপলক্ষে সামাজিক মাধ্যমে তিনি ছবি শেয়ার করবেন সেটাই দস্তুর। কিন্তু তাই বলে নিজের বয়স সবার সামনে যে এভাবে জানিয়ে দেবেন তা হয়তো ধারণাী করতে পারেননি তাঁর ভক্তরাও।
নিজের ছবি শেয়ার করে রোশনী লেখেন, “বসের মতো ২৯ বছরে পা দিচ্ছি,আরও এক বছরের জ্ঞান বাড়ল। আরও মজাদার হলাম। আমার টুয়েন্টিজের শেষ বছরটার সঙ্গে মোকাবিলা করার জন্য আমি তৈরি।” এর পরেই ভক্তরা অবাক। তাঁদের বক্তব্য, ‘আপনার ২৯ বছর হয়ে গেল, তা কিন্তু মোটেও বোঝা যাচ্ছে না।’
জমিয়েই হয়েছে সেলিব্রেশন। মধ্যরাত পর্যন্ত চলেছে কেক-কাটা। সময়টা বেশ ভালই যাচ্ছে তাঁর। তৃণা সাহা সরে যেতেই সৌমিক চট্টোপাধ্যায়ের আগামী সিরিজে দেখা যাচ্ছে তাঁকে। সোহিনী সরকারের সঙ্গে ঝামেলার কারণেই সরে গিয়েছেন তৃণা, এ খবর এতদিনে সকলেরই জানা, রোশনী এই সুযোগকে কাজে লাগিয়ে সিরিজে নিজের সেরাটা দিতে পারেন কিনা এখন সেটাই দেখার।