প্রেম করছেন অথচ মুখ কুলুপ– মিডিয়া তো দূরস্ত, কাছের বন্ধুকেও জানাতে চান না তারকারা। পাছে তা প্রকাশ হয়ে যায় জনসমক্ষে। রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য প্রথমদিকে প্রেমটা লুকিয়ে রাখলেও ধরা পড়েই গিয়েছিলেন পুজোর সময়। আর একবার বিষয়টা প্রকাশ্যে আসতেই আর রাখঢাক নয়। একসঙ্গে ঘুরতে যাওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো থেকে শুরু করে ব্যক্তিগত প্রেমালাপ– সবই এবার খুল্লামখুল্লাই। ‘আদিখ্যেতা’ বলে মুখ বেঁকায় নিন্দুকেরা। তাতে যদিও দুজনের থোড়াই কেয়ার, ওই যে ‘যব প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া’। এই যেমন অরিজিৎ সিংয়ের গলায় ‘শায়াদ’ গানের একটি রিলস পোস্ট করেছেন রুবেল। তাতে প্রেমিকা লিখেছেন, “তুমি না থাকলে, আমি তো আমিই নই”। প্রেমিকও বেজায় রোম্যান্টিক। তিনিও গানের একটি লাইন তুলে লিখে ফেলেছেন, “তুমি না থাকলে আমি তো থাকবই না”। সব মিলিয়ে প্রেম একেবারে জমে ক্ষীর।
টিভিনাইন বাংলার কাছেই শ্বেতার সঙ্গে প্রেমের কথা প্রথম স্বীকার করে নিয়েছিলেন রুবেল। সে সময় বলেছিলেন, “দুজনকে দুজনকে ডেট করছি এ কথা তো ঠিক, পরিবারের লোকেরাও সবটাই জানে। কিন্তু ওভাবে অফিসিয়ালি প্রেম প্রস্তাব কেউই কাউকে দিইনি।” যোগ করেছিলেন “আসলে এখন তো সম্পর্ক অনেক ঠুনকো হয়। তাই আমরা গোটা ব্যাপারটার জন্য নিজেদের সময় দিচ্ছি। একে অপরকে চিনছি, বুঝছি ভাল করে।” ‘যমুনা ঢাকি’ করতে গিয়েই কি দুজনের প্রেম হল? আবারও সেই লাজুক হাসি রুবেল বলেছিলেন, ” বারাসাতে দেবাশিষ ঘোষের স্কুল, ওই একই ডান্স গ্রুপ থেকে আমরা দুজনেই এই ইন্ডাস্ট্রিতে এসেছি। তাই ওকে আমি চিনি বহুদিন ধরেই। কিন্তু যমুনাঢাকি করতে গিয়েই সেই বন্ধুত্বটা আরও একটু বেশি হয়ে গেল।” আপাতত প্রেম কাজ নিয়ে ব্যস্ত দুজনেই। আর বিয়ে? সে তো সময়ই বলবে।