রুবেল দাস ও শ্বেতা চক্রবর্তী, টেলিদুনিয়ার অন্যতম জুটি। যাঁদের সোশ্যাল মিডিয়ায় নিত্য উপস্থিতি সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। তাঁদের খুঁনসুটির পোস্ট হোক কিংবা তাঁদের কোনও ব্যক্তিগত মুহূর্তের পোস্ট। পলকে দর্শকদের নজর কাড়ে। কয়েকদিন আগেই মহা ধুমধামে নিজের জন্মদিন সেলিব্রেট করলেন রুবেল দাস। যেখানে সমস্ত উদ্যোগটাই গ্রহণ করেছিলেন তাঁর প্রেমিকা শ্বেতা। এবার তবে কী হল? শ্বেতার রেগে যাওয়া মুখের একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা রুবেল দাস লিখলেন, আর মাত্র দুই দিনের অপেক্ষা। তবে দুই দিন পর কী হতে চলেছে শ্বেতার সঙ্গে? উত্তরটা তাঁর ভক্তদের বেশ জানা। কারণ ২১ সেপ্টেম্বর জন্মদিন শ্বেতা চক্রবর্তীর।
আর তা সেলিব্রেট করার জন্যই আগাম এই পোস্ট করে বসেন রুবেল। তাঁরা ছোটবেলার বন্ধু। তবে এখন তাঁদের সম্পর্ক এক ধাপ এগিয়েছে। পর পর দুই জনপ্রিয় ধারাবাহিক দর্শকদের উপহার দিয়ে সকলের নজর কেড়েছেন তাঁরা। তবে বর্তমানে রুবেল আলাদা এক ধারাবাহিকে কাজ করছেন। শ্বেতা ব্যস্ত এখন তাঁর আগামী প্রজেক্ট নিয়ে। তবে ব্যক্তিগত জীবনে তেমন কোনও বড় সিদ্ধান্ত এখনই নিচ্ছেন না তাঁরা। রুবেলের কথায় বিয়ের পরিকল্পনা রয়েছে তবে তা ২০২৫-এর আগে নয়। দুই পরিবারই এই জুটিকে নিয়ে বেজায় খুশি।
অবসর সময় তাঁরা একে অন্যের সঙ্গে কাটাতেই বেশি পছন্দ করেন। বিশেষ দিনগুলোকে আরও বিশেষ করে তোলেন। এই জুটিকে তাই বরাবরই দর্শকেরা প্রাধান্য দিয়ে এসেছেন। বারবার নেটিজ়েনরা প্রশ্ন করে থাকেন, কবে আবার তাঁরা পর্দায় একসঙ্গে উপস্থিত হবেন? বর্তমানে নিম ফুলের মধু ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা রুবেল দাস। শেষ হয়ে গিয়েছে শ্বেতার ধারাবাহিক। মাঝে দেবের বিপরীতে কাজ করে বড় পর্দাতেও হাতেখড়ি হয়ে গিয়েছে শ্বেতার। এখন দেখার কবে আবার এই জুটি একসঙ্গে পর্দায় ফেরেন।