AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছবির জগতে ডেবিউ করছেন রুবিনা দিলায়েক

সম্প্রতি রুবিনাকে দেখা যাচ্ছে 'শক্তি-অস্তিত্ব এক এহসাস কি' ধারাবাহিকে। তারই মধ্যে তিনি সই করেছেন ডেবিউ ছবিটি।

ছবির জগতে ডেবিউ করছেন রুবিনা দিলায়েক
রুবিনা দিয়ালেক (সৌ: ইনস্টাগ্রাম)
| Edited By: | Updated on: Jul 19, 2021 | 9:03 PM
Share

বিগ বস ১৪ সিজন জিতে কেরিয়ার আরও মজবুত করলেন ছোট পর্দায় অভিনেত্রী রুবিনা দিলায়েক। তাঁকে সম্প্রতি দেখা যাচ্ছে ‘শক্তি-অস্তিত্ব এক এহসাস কি’ ধারাবাহিকে। তিনি সাইন করেছেন একটি ছবিও। পরিচালক পলাশ মুচ্ছলের ডেবিউ ছবি ‘অর্ধ’-এ অভিনয় করবেন রুবিনা। এর আগে কেবল সঙ্গীত পরিচালনাই করেছেন পলাশ। এবার ছবিও পরিচালনা করবেন। কাস্টের তালিকায় রয়েছেন আর দুই তারকা – রাজপাল যাদব ও হিতেন তেজওয়ারি।

View this post on Instagram

A post shared by Rubina Dilaik (@rubinadilaik)

বলি অন্দর বলছেন, ‘অর্ধ’ একটি পূর্ণ দৈর্ঘ্যের ছবি। জুন মাসে সোশ্যাল মিডিয়ায় রাজপালের একটি ছবি পোস্ট করে পলাশ লিখেছিলেন, “পরের ছবির কাজ শুরু করতে আমি প্রস্তুত”। এখন জানা যাচ্ছে, সেই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রুবিনা ও হিতেন। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে শুটিং শুরু ছবির।

View this post on Instagram

A post shared by Taran Adarsh (@taranadarsh)

রুবিনার ভক্ত সংখ্যা কম নয়। এই খবরে তাঁর ফ্যানরা ভীষণ খুশি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও খবরটি শেয়ার করেছেন টুইটে। লিখেছেন, “রুবিনা দিলায়েক বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন। সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের প্রথম পরিচালিত ছবি ‘অর্ধ’-এ দেখা যাবে তাঁকে। রুবিনা ছবির জন্য সই করেছেন ইতিমধ্য়েই। হিতেন ও রাজপালও সই করেছেন। সেপ্টেম্বর থেকে শুটিং শুরু।”

২০০৮ সালে ছোট পর্দায় ডেবিউ করেন রুবিনা। ধারাবাহিকের নাম ছিল ‘ছোটি বহু’। তারপর থেকে লাগাতার ছোট পর্দাতেই কাজ করেছেন তিনি। যেমন ‘সাস বিনা সাসুরাল’, ‘পুনর বিবাহ’, ‘জিনি অউর জুজু’। ‘শক্তি-অস্তিত্ব এক এহসাস কি’ ধারাবাহিকে দু’বছর ধরে কাজ করছেন রুবিনা। সম্প্রতি স্বামী অনুভব শুক্লার সঙ্গে ‘মারজানিয়া’ মিউজিক ভিডিয়োটি তৈরি করেছেন তিনি। সেখানে গেয়েছেন নেহা কক্কর। মিউজিক ভিডিয়োটি দারুণ পছন্দ হয়েছে রুবিনার ভক্তদের।

আরও পড়নমালদ্বীপে ছুটি কাটাচ্ছেন দেব-রুক্মিণী; সঙ্গী কেবল নির্জনতা