Rupa Ganguly: তিনবার আত্মহত্যার চেষ্টা রূপা গঙ্গোপাধ্যায়ের, বিয়ে টেকাতে ছেড়েছিলেন অভিনয়ও

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 17, 2023 | 8:56 AM

Bengali Serial: রূপার কথায় তিনি বিয়ে টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছিলেন। একবার নয়, চারবার কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন।

Rupa Ganguly: তিনবার আত্মহত্যার চেষ্টা রূপা গঙ্গোপাধ্যায়ের, বিয়ে টেকাতে ছেড়েছিলেন অভিনয়ও

Follow Us

অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় বর্তমানে তাঁর ধারাবাহিকের জেরে বেশ চর্চায়। একটা সময় এই সেলেবই একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন। রাতারাতি ছড়িয়ে পড়েছিলেন দৌপদী রূপে। বর্তমানে মেয়েবেলা ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর ফিরলেন পর্দায়। ধারাবাহিক মুক্তির আগে ঠিক যতটা উৎসাহী ছিলেন ভক্তরা, মুক্তি পাওয়ার পর ছবিটা ঠিক ততটা তেমন রইল না। বেশি কিছুটা কটাক্ষের মুখেই পড়তে হয় তাঁকে। অনেকেই এই চরিত্রের সমালোচনা করতে গিয়ে চরম ট্রোল্ডও করেন। যদিও এসব আর গায়ে মাখেন না অভিনেত্রী। সম্প্রতি ইটাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানালেন, তাঁর ব্যক্তিজীবনও কম যন্ত্রণার নয়।

সুখের হয়নি বিয়ে। শত চেষ্টা করেও তিনি তা বাঁচাতে পারেননি। অবসাদ গ্রাস করেছিল, শেষ করতে চেয়েছিলেন নিজেকে। ১৯৯২ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ধ্রুব মুখোপাধ্যায়কে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর ধীরে ধীরে পাল্টাতে থাকে সমীকরণ। রূপা গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘আমার মনে হয়, একজন পুরুষের পক্ষে এক সেলিব্রেটিকে তাঁর স্ত্রী হিসেবে গ্রহণ করাটা খুবই কঠিন। এটৈ মেনে নেওয়ার জন্য একজনকে অত্যন্ত খোলা মনের মানুষ হতে হবে। আমি কোনওদিন সকাল ৯টার আগে কিংবা রাত ১০টার পরে শিডিউল নিইনি। শ্যুট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মেকআপ না তুলেই বাড়ি চলে আসতাম।’

তিনি আরও বলেন, ‘একজন মেয়ের পক্ষে তাঁর স্বামীকে খুশি রাখার জন্য যা যা করা সম্ভব আমি সবই করেছি। কলকাতায় ধ্রুবকে নিয় ঘর করার জন্য অভিনয়ও ছেড়ে দিয়েছিলাম। এত কিছু করেও বিয়েটা বাঁচাতে পারিনি।’

রূপার কথায় তিনি বিয়ে টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছিলেন। একবার নয়, চারবার কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। কিন্তু লাভ হয়নি। সংসারে তাঁর সুখ ফিরছিল না। কিন্তু তাঁর স্বামী ধ্রুব বদলাননি। অভিনেত্রী আক্ষেপের সুরে বলেন, ‘আমি একবার নয় তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলাম। আমার ছেলের জন্মের আগে একবার, পরে দুবার। কোনওবারই সফল হইনি। যদিও আমি মরতেই চেয়েছিলাম।’