Rupanjana Mitra: ইন্ডাস্ট্রিকে নিয়ে বড় মন্তব্য রূপাঞ্জনার, রুদ্রনীলের সুরে মেলালেন না সুর!

Rupanjana Mitra: শনিবার রাত বাড়তেই এক উপলব্ধি হল রূপাঞ্জনার। ইন্ডাস্ট্রি নিয়ে যখন নানা মানুষের নানা অভিযোগ তখন রূপাঞ্জনা কিন্তু কথা বললেন একেবারে অন্য সুরে। তাঁর মতে এই টলিউডের এক বিশাল পরিবর্তন হয়েছে। তবে সে পরিবর্তন মোটেও নেতিবাচক নয়...

Rupanjana Mitra: ইন্ডাস্ট্রিকে নিয়ে বড় মন্তব্য রূপাঞ্জনার, রুদ্রনীলের সুরে মেলালেন না সুর!
ইন্ডাস্ট্রিকে নিয়ে বড় মন্তব্য রূপাঞ্জনার,

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 24, 2023 | 8:12 PM

 

এই গোটা ইন্ডাস্ট্রিকে হাতের তালুর মতো চেনেন তিনি। তাঁর কেরিয়ার আজকের নয়। অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র কাজ শুরু করেছিলেন ২০০০ সালে। তাঁর প্রথম ডেবিউ ‘চোখের বালি’ ধারাবাহিক দিয়ে। এরপর একগুচ্ছ ছবি এবং সিরিয়ালে অভিনয়। বর্তমানে তিনি অভিনয় করছেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। টলিউডের একাল-সেকাল দেখেছেন তিনি। চিনেছেন বহু মানুষকে। হারিয়েছেনও অনেককে।

এসবের মধ্যেই শনিবার রাত বাড়তেই এক উপলব্ধি হল রূপাঞ্জনার। ইন্ডাস্ট্রি নিয়ে যখন নানা মানুষের নানা অভিযোগ তখন রূপাঞ্জনা কিন্তু কথা বললেন একেবারে অন্য সুরে। তাঁর মতে এই টলিউডের এক বিশাল পরিবর্তন হয়েছে। তবে সে পরিবর্তন মোটেও নেতিবাচক নয়, রূপাঞ্জনার কথায়,” আমাদের এই ফিল্মি জগতে এক ইতিবাচক পরিবর্তন ঘটেছে। মানুষ এখন আগের থেকে অনেক বেশি দয়ালু।” ২০১৯ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন রূপাঞ্জনা। ওই একই সময়ে রাজনীতিতে যোগদান করেন রুদ্রনীল ঘোষও। রুদ্রনীলের অভিযোগ ছিল, বিজেপিতে যুক্ত হওয়ার পর থেকেই তার কাজ ক্রমশ কমে যেতে শুরু করেছে যদিও রূপাঞ্জনার সুর কিন্তু একেবারেই উল্টো। অভিযোগ নয় বরং তিনি ভরিয়ে দিলেন প্রশংসায়।

প্রসঙ্গত, এই মুহূর্তে বাংলায় যে কয়টি সিরিয়াল প্রথম দিকে রয়েছে তার মধ্যে ‘অনুরাগের ছোঁয়া’ অন্যতম। এই ধারাবাহিক হামেশাই টিআরপি তালিকায় দখল করে নেয় প্রথম স্থান। সেই ধারাবাহিকেই এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রূপাঞ্জনা। সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবনেও এসেছে আনন্দের ছোঁয়া। প্রেমিক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে পাহাড়ের কোলে বাগদান সেরেছিলেন অভিনেত্রী। রাতুলের সঙ্গে অভিনেত্রীর প্রায় ছয় বছরের সম্পর্ক। বয়সে কনীনিকার থেকে এই বেশ কিছুটা ছোটই রাতুল। এ প্রসঙ্গে টিভি নাইন বাংলাকে এর আগে কনীনিকা বলেছিলেন, “হ্যাঁ আমারও রাতুলের বয়সের বেশ কিছুটা ব্যবধান রয়েছে কিন্তু ওর মধ্যে আমি অনেক ম্যাচিওরিটি পেয়েছি। আমরা চাই এই সম্পর্কের যেন একটি সুস্থ পরিণতি হয়। সেটা যদি বিয়ে হয় তাহলে তাই…”। যদিও কবে তাঁরা বিয়ে করবেন সে বিষয়ে এখনই খোলসা করে কিছু জানাননি তিনি।