হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী রুপল প্যাটেলের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন মহলে। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি অভিনেত্রী। মুম্বইয়ের ওই বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আগের থেকে অনেকটাই ভাল আছেন রূপাল। সব ঠিক থাকলে আজ বৃহস্পতিবার তাঁকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দিতে পারেন চিকিৎসকরা।
‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিতে ‘কোকিলাবেন’ চরিত্রে রূপলকে টেলিভিশনের পর্দায় দেখেছেন দর্শক। এই ধারাবাহিকের প্রিক্যুয়েল আসতে চলেছে বলে খবর। সেখানেও অভিনয় করবেন রূপাল। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতির কারণে শুটিং স্থগিত রাখতে হয়।
সূত্রের খবর, গত ১ জুন থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল। রূপলের অসুস্থতার কারণে শুটিং কয়েক সপ্তাহ পিছিয়ে দিতে হয়েছে। ওই শোয়ে রূপলের অংশগ্রহণ নিয়ে তাঁর সহকারী সাংবাদিকদের জানান, কথাবার্তা চলছে। এখনও কিছু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
শোনা যাচ্ছে, নতুন এই শোয়ের প্রযোজনা করবেন বেদ রাজ। আগে যাঁরা অভিনয় করেছিলেন, তাঁদের কয়েকজনকে দেখা যাবে নতুন শোতেও। যদিও নির্মাতারা এখনও এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। পাশাপাশি রূপল কেন অসুস্থ হয়ে পড়েছিলেন, সে বিষয়েও তাঁর সহকারী প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি।