Bengali Serial: ‘সাধক রামপ্রসাদ’-এ সব্যসাচীর বিপরীতে কোন নায়িকা, কে-ই বা হবেন শ্যামা-মা?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 03, 2023 | 9:15 AM

Sabyasachi Chowdhury: এই মুহূর্তে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সব্যসাচী। তাঁর প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা গত ২০ নভেম্বর দীর্ঘ ১৯ দিন যুদ্ধের পর প্রয়াত হন। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি।

Bengali Serial: সাধক রামপ্রসাদ-এ সব্যসাচীর বিপরীতে কোন নায়িকা, কে-ই বা হবেন শ্যামা-মা?
বিপরীতে কোন নায়িকা, কে-ই বা হবেন শ্যামা মা?

Follow Us

অভিনেতা সব্যসাচী চৌধুরী কাজে ফিরছেন। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় ‘সাধক রামপ্রসাদ’-এ দেখা যাবে তাঁকে। এ খবর আগেই প্রকাশ্যে এসেছিল। টিভিনাইন বাংলাকে সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং রানে জানিয়েছিলেন, নায়িকা খোঁজা চলছে। তবে সূত্র জানাচ্ছে নায়িকা খোঁজার পর্ব হয়তো আপাতত শেষ। প্রাথমিক ভাবে নায়িকা নির্বাচন ইতিমধ্যেই করে ফেলেছে প্রযোজনা সংস্থা। তবে সবটাই এখনও বেশ প্রাথমিক স্তরেই। ওই ধারাবাহিকে সব্যসাচীর বিপরীতে দেখা যেতে পারে ‘সৌদামিনীর সংসার’ খ্যাত সুস্মিলি আচার্যকে। চমকের কিন্তু এখানেই শেষ নয়। আরও জানা যাচ্ছে, শ্যামা মায়ের চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী পায়েল দে’কেও। কলাকুশলীরা যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। কাস্টিং থেকে শুটিং শুরুর তারিখ– কিছু নিয়েই বলতে রাজি নন তাঁরা।

এই মুহূর্তে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সব্যসাচী। তাঁর প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা গত ২০ নভেম্বর দীর্ঘ ১৯ দিন যুদ্ধের পর প্রয়াত হন। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। হয়েছিল হৃদরোগও। দু’বার ক্যানসারে জয়ী হলেও তৃতীয়বার আর ফেরা হয়নি অভিনেত্রীর। ঐন্দ্রিলা ও সব্যসাচী মাস দুয়েক আগেও ‘ভাগাড়’ নামক এক ওয়েব সিরিজে কাজ করেছিলেন এক সঙ্গে। তার আগে সব্যসাচীকে দেখা গিয়েছিল সাধক বামাক্ষ্যাপার চরিত্রে। সে চরিত্র জনপ্রিয়ও হয়েছিল। ‘কবিরঞ্জন’ রামপ্রসাদ সেনের এই চরিত্রতেও তিনি ছাপ রেখে যাবেন বলে বিশ্বাস সব্যসাচীর ভক্তদের।

ঐন্দ্রিলার মৃত্যুর পর থেকে সব্যসাচীকে নিয়েও রটেছে একের পর এক ভুয়ো খবর। এমনকি তাঁর মৃত্যুর রটনাও রটতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন সব্যসাচী ও ঐন্দ্রিলার বন্ধু অভিনেতা সৌরভ দাস। সৌরভ জানিয়েছিলেন, এমন যদি চলতে থাকে তবে আইনি পদক্ষেপ করা হবে। তবে আপাতত তাঁর নতুন কাজের খবরে খুশি ভক্তরা। সব শুরু হোক ভালভাবে, এটাই প্রার্থনা তাঁদের।

Next Article