আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। হিন্দি ধারাবাহিকেও চুটিয়ে অভিনয় করেছেন। অংশ নিয়েছেন রিয়ালিটি শো’য়ে। পেয়েছেন পরিচিতিও। তিনি শাহিল আনন্দ। আজ তাঁকে সবাই চিনলেও শুরুটা এমন ছিল না। অবস্থাপন্ন পরিবারের অংশ হয়েও হাতে নামমাত্র টাকা, রোজ ভাবতে হত আজ ডিনার করবেন না লাঞ্চ, সেই সব দিনের ভয়াবহ স্মৃতি নিয়েই অকপট অভিনেতা।
শাহিল জানাচ্ছেন, অ্যাক্টিং স্কুলে যাওয়ার মতো বিলাসিতা তিনি কোনওদিনই দেখাতে পারেননি। কারণ, তাঁর কাছে খাওয়ার পয়সাই ছিল না। তাঁর কথায়, “বেঁচে থাকার জন্য হাতে ছিল নামমাত্র টাকা। লাঞ্চ ও দিনার একসঙ্গে করা আমার পক্ষে সম্ভব ছিল না। ঠিক করতাম কোনটা বাদ দেওয়া যায়। এমন এক জায়গায় থাকতাম যেখানে মাটিতে শুতে হত।” শাহিল যোগ করেন, “অবস্থাপন্ন পরিবার থেকে আসার পর এই সব জিনিসের সঙ্গে মানিয়ে নিতে আরও অসুবিধে হয়। নিজের ইচ্ছেয় এসেছিলাম। বাবা-মা চাননি। আর আমিও ঠিক করেছিলাম ওঁদের থেকে কোনওরকম পয়সা আমি এই ক্ষেত্রে নেব না।”
তবে সে সব এখন অতীত। আজ তিনি সুপরিচিত। তাঁর প্রথম রিয়ালিটি শো এমটিভি রোডিজ। ২০০৬ সালে রোডিজে অংশ নেন তিনি। এর পর কসৌটি জিন্দেগি কি ধারাবাহিকে অনুপম সেনগুপ্তর চরিত্রেও দেখা যায় তাঁকে। স্টুডেন্ট অব দ্য ইয়ারের দুটি পার্টেই অংশ নিয়েছেন তিনি। অভিনয় করেছেন বাবলু হ্যাপি হ্যায় ছবিতেও।
আরও পড়ুন- প্রকাশ্যেই ১৩ বছরের ছোট কপিলের পায়ে হাত অক্ষয়ের, নেপথ্যে এই বিশেষ কারণ!