BIGG BOSS: ‘…সকলের জন্য সমান হবে না’, বিগ বস প্রতিযোগীদের আগাম সাবধান করলেন সলমন

Salman Khan: এবারের প্রোমো প্রমাণ করল, এই শো অনেক বেশি জোড়াল হতে চলেছে, যা নিয়ে দর্শক মনে ইতিমধ্যেই উত্তেজনা। তবে কারা কারা থাকতে চলেছেন এবারের প্রতিযোগী তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

BIGG BOSS: ...সকলের জন্য সমান হবে না, বিগ বস প্রতিযোগীদের আগাম সাবধান করলেন সলমন
বর্তমানে তিনি হয়েছেন বলিউডের অন্যতম সুপারস্টার যদিও অনেকেরই জানা রয়েছে ম্যায়নে পেয়ার কিয়া মুক্তি পাওয়ার পরও সলমন খানের খুব একটা ভাগ্য ফেরেনি।

| Edited By: জয়িতা চন্দ্র

Sep 24, 2023 | 2:08 PM

ওটিটি বিগ বস-এর পর এবার পালা টিভির পর্দার। সদ্য মুক্তি পেল সলমন খানের প্রোমো। যেখানে দেখা গেল এবারের বিগ বল ১৭ হতে চলেছে অনেক বেশি জটিল, অনেক বেশি কঠিন হতে চলেছে। প্রোমোতে দেখা গেল সলমন খান বোমের সামনে বসে আছেন। বলছেন, আরে এটা কোনও বোম হলো? এর থেকে অনেক বেশি আতঙ্ক অপেক্ষায়। এরপর তিনি ভুল তারটি কেটে ফেলেন। তারপরই ফেটে যায় বোম। এরপর সেই আগুন ও ধোঁয়ার মধ্যে থেকে বেরিয়ে আসেন সলমন খান। বলেন, আগুন নিয়ে খেলব, ধামাকা করব, মন, মস্তিষ্ক ও দমের খেলা হবে এটি। তবে এই খেলা সবার জন্য সমান হবে না।

এখানে সলমন খানকে দেখা গেল অন্য লুকে। মাথায় ছোট করে কাটা চুল। মিলিটারি ছাঁট, সূত্রের খবর টাইগার লুকেই নাকি সলমন এই বেশে হাজির হয়েছিলেন। সামনেই মুক্তি পেতে চলেছে সলমন খানের আগামী ছবি টাইগার থ্রি। তার আগেই টেলি দুনিয়ায় শোরগোল তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হল এবারের বিগ বস রিয়্যালিটি শোয়ের প্রোমো। তবে এবারের প্রোমো প্রমাণ করল, এই শো অনেক বেশি জোড়াল হতে চলেছে, যা নিয়ে দর্শক মনে ইতিমধ্যেই উত্তেজনা।

তবে কারা কারা থাকতে চলেছেন এবারের প্রতিযোগী তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সলমন খান এবারও তাঁর পারিশ্রমিক বাড়িয়ে হাজির হচ্ছেন বিগ বসের মঞ্চে, তবে এবার খেলা যে অন্য পর্যায় হতে চলেছে তার ইঙ্গিত মিলল শনিবার মুক্তি পাওয়া প্রোমো থেকেই। প্রতিবারই সলমন খানের এই শো কিছু না কিছু বিতর্ক সৃষ্টি করে থাকে, এবার যে অতীতের সকল বিতর্ককে ছাপিয়ে এক অন্য মাত্রা যেতে চলেছে এই শো তা এক কথায় অনুমাণ করাই যায়।