Bigg Boss 17: বিলাস বহুল ‘বিগ বস’ সিজ়ন ১৭-র সেট, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সেটের একাধিক ছবি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 03, 2023 | 2:31 PM

Bigg Boss Set: অন্যবারের থেকে এবারও সেটও তৈরি হচ্ছে এক অন্য ছাঁচে অন্য ধাঁচে। যার একাধিক ক্লিপিং এখন ভাইরাল নেট দুনিয়ায়। অনেক বেশি বিলাসবহু, বড় ও সুন্দর করে বানানো হচ্ছে বিগ বসের ঘর। যেখানে সলমন খানের প্রতিয়োগীরা থাকবেন বহাল তবিয়তে।

Bigg Boss 17: বিলাস বহুল বিগ বস সিজ়ন ১৭-র সেট, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সেটের একাধিক ছবি
সোহেলের কথায় সলমন খান আর তিনি একই সময় বলিউডে পা রেখেছিলেন সেই সময় সলমন খানের কাছে একটি ছবি প্রস্তাব আসে। যার গল্প খুব একটা ভাল না লাগায় তিনি ছবিটি ছেড়ে দিয়েছিলেন।

Follow Us

শুরু হতে চলেছে বিগ বস ১৭। সলমন খানের এই ঘর দর্শকদের বেশ পছন্দের। বিভিন্ন সেলেবদের দিনযাপনের নানা মুহূর্তে তাড়িয়ে তাড়িয়ে উরভোগ করেন দর্শকেরা। ভারতের বুকে অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো এই বিগ বস। ১৭ তম সিজনে এসে তা আরও বেশি চর্চিত, আরও বেশি পোক্ত। ইতিমধ্যে সমন খান শোয়ের প্রোমোতে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, এবার বিগ বস সবার জন্য সমান হবে না। এক এক জনের ক্ষেত্রে এই শো হয়ে উঠবে এক এক রকমের। সব মিলিয়ে বিগ বস নিয়ে দর্শক মনে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। সলমন খানের একাধিক প্রোমোতে কখনও উঠে এসেছে কাওয়ালি স্টাইল, কখনও আবার তিনি গোয়েন্দ। বিগ বসের একাধিক চোখ যে এবার কড়া নজরে রাখবে সবাইকে তা এক কথায় বোঝাই যায়।

অন্যবারের থেকে এবারও সেটও তৈরি হচ্ছে এক অন্য ছাঁচে অন্য ধাঁচে। যার একাধিক ক্লিপিং এখন ভাইরাল নেট দুনিয়ায়। অনেক বেশি বিলাসবহু, বড় ও সুন্দর করে বানানো হচ্ছে বিগ বসের ঘর। যেখানে সলমন খানের প্রতিয়োগীরা থাকবেন বহাল তবিয়তে। তবে কি সত্যি তা সুখের হবে? ঘরের প্রতিযোগিতা ঠিক কোন পর্যায় পৌঁছবে, তা নিয়ে এখন থেকেই চর্চা তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে বিগ বসের প্রতিযোগিদের তালিকা।

সলমন খানেরও বেড়েছে পারিশ্রমিক। এপিসোড পিছু নাকি তিনি নিচ্ছেন প্রায় ১৫ কোটি টাকা। এই টাকার অঙ্ক বাড়তেও পারে। মোটা টাকা পারিশ্রমিক দিয়ে একদিকে যেমন এই শো সলমন খানকে বহন করছে, তেমনই আবার শোনা যাচ্ছে এই শোয়ের বিজেতার হাতেও নাকি উঠতে চলেছে মোটা অঙ্কের টাকা। পুরস্কার বাবদ থাকছে তালিকাতে আরও অনেককিছু।

Next Article