Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandipta Sen: ‘…ভোলা যায়’? প্রশ্ন ছুড়ে বিশেষ দিনে নস্ট্যালজিক সন্দীপ্তা সেন

Sandipta Sen: ভোলা যায় না শুরুর কথা। ভুলতে পারেননি সন্দীপ্তা সেনও। প্রায় ১৫ বছর আগে যে জার্নি শুরু করেছিলেন, দেখতে দেখতে সেই জার্নির জন্মদিন চলে এল।

Sandipta Sen: '...ভোলা যায়'? প্রশ্ন ছুড়ে বিশেষ দিনে নস্ট্যালজিক সন্দীপ্তা সেন
সন্দীপ্তা সেন
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 9:52 PM

ভোলা যায় না শুরুর কথা। ভুলতে পারেননি সন্দীপ্তা সেনও। প্রায় ১৫ বছর আগে যে জার্নি শুরু করেছিলেন, দেখতে দেখতে সেই জার্নির জন্মদিন চলে এল। হ্যাঁ, প্রায় ১৫ বছর আগেই প্রথম অভিনয় জগতে পা রেখেছিলেন সন্দীপ্তা। তাঁর প্রথম ধারাবাহিক ছিল ‘দুর্গা’। দুই বছর অর্থাৎ ২০০৮ সাল থেকে ২০১০ পর্যন্ত চলেছিল এই ধারাবাহিক। সেই কথা মনে করেই নস্ট্যালজিক সন্দীপ্তা। শেয়ার করলেন স্মৃতি।

সন্দীপ্তা লিখেছেন, “শুরুটা কি ভোলা যায়? ভোলা উচিতও না….দুর্গা ধারাবাহিক দিয়ে আমার পথ চলা শুরু…আজ ৮/৯/২৩, দেখতে দেখতে কেটে গেলো আমার অভিনয় জীবনের ১৫টা বছর।” অভিনেত্রী যোগ করেন, “আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আমাকে এতটা প্রাণ ভরে ভালোবাসা দেওয়ার জন্য। বড়দের কাছ থেকে চাই আরো আশির্বাদ এবং ছোটদের থেকে চাই অফুরন্ত ভালোবাসা..”। স্টার জলসায় শুরু হয়েছিল এই ধারাবাহিক। প্রযোজক ছিল এসভিএফ।

ওই বছরই প্রথম শুরু হয় স্টার জলসা। ছোট্ট চারাগাছ দেখতে দেখতে আজ মহীরুহ। নতুন হিরোইন, নতুন চ্যানেল– তবু দর্শক বেশ ভালভাবেই ভালবেসেছিল ধারাবাহিকটিকে। ডাগর চোখে সন্দীপ্তার তাকানো আজও মনে আছে সাধারণের। এই মুহূর্তে যদিও ধারাবাহিকের গন্ডি ছেড়ে অনেকটাই বেরিয়ে এসেছেন সন্দীপ্তা। চুটিয়ে কাজ করছেন ওয়েবসিরিজে। সঙ্গে প্রেম ও ঘোরাঘুরি তো আছেন। তবু দর্শকের একটা বড় অংশের কাছে তিনি কখনও দুর্গা আবার কখনও বা টাপুর চৌধুরী– পোস্টের কমেন্ট বক্সে ভেসে এসেছে তাই স্মৃতিমেদুরতা।