আবারও টেলিভিশন অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী বৈশালী ঠক্করের দেহ উদ্ধার হয়েছে রবিবার। নায়িকার ইনদওরের বাসভবন থেকেই মিলেছে দেহ। ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে এক সুইসাইড নোটও। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান আত্মহত্যাই করেছেন তিনি।
গত বছর থেকেই ইনদওরের ওই বাড়িতে থাকতেন বৈশালী। এই বছরের এপ্রিলে পেশায় ডাক্তার অভিনন্দন সিংয়ের সঙ্গে তাঁর বাগদানের খবর সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন তিনি। কিন্তু এক মাস পরেই তিনি ঘোষণা করেন, তাঁরা বিয়ে করছেন না। এমনকি যে বাগদানের যে ভিডিয়ো তিনি শেয়ার করেছিলেন তাও সরিয়ে নেন সোশ্যাল মিডিয়া থেকে।
মাত্র পাঁচ দিন আগেই নিজের ভেরিফায়েড ইনস্টা অ্যাকাউন্ট থেকে মজার রিল ভিডিয়ো শেয়ার করেছিলেন তিনি। ইনস্টাগ্রামেও তিনি ছিলেন বেশ সক্রিয়। ২০১৫ সালে ‘ইয়ে রিশতা কেয়া কহলাতা হে’ ধারাবাহিকের হাত ধরে টেলি দুনিয়ায় পা রাখেন বৈশালী। ওই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ছিল ‘সঞ্জনা’। এখানেই শেষ নয় ‘ইয়ে হ্যায় আশিকি’ , ‘সসুরাল সিমর কা’র মতো জনপ্রিয় ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে। তাঁকে শেষ বার দেখা গিয়েছে ‘রক্ষাবন্ধন’ ধারাবাহিকে।
ভাল কেরিয়ার হওয়া সত্ত্বেও কেন আত্মহত্যা করলেন নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় তেজাজি নগর থানায় এক মামলা রুজু করা হয়েছে। মন খারাপ ভক্তদেরও। সময়ে প্রিয় অভিনেত্রীর এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা।