নির্মম পৃথিবীর সঙ্গে লড়তে গেলে নির্মম হতে হবে: সৌরভ দাশ
Saurav Das: কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার বার্তা দিয়েছিলেন সৌরভ। তাঁর সেই বার্তা নিঃসন্দেহে অবাক করেছিল তাঁর অনুরাগীদের।
সৌরভ দাশ। টলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ। টেলিভিশন, ফিল্ম, ওয়েব সিরিজ- সব কয়েকটি মাধ্যমেই তিনি চুটিয়ে অভিনয় করেছেন। তাঁর কাজ পছন্দ করেন দর্শক। এ হেন সৌরভ নির্মম হওয়ার বার্তা দিলেন। কিন্তু কেন?
ফিটনেস নিয়ে চর্চা করা সৌরভের অভ্যেস। ক্যামেরার সামনে তাঁর কাজ। ফলে ফিট এবং প্রেজেন্টেবল থাকাটা তাঁর দায়িত্ব। জিমে অনেকটা সময় কাটান তিনি। শরীরচর্চা করা তাঁর পছন্দের। নিজের শরীরচর্চার একটি ভিডিয়ো শুক্রবার ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। আর সেখানেই নির্মম হওয়ার বার্তা দিয়েছেন অভিনেতা।
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার বার্তা দিয়েছিলেন সৌরভ। তাঁর সেই বার্তা নিঃসন্দেহে অবাক করেছিল তাঁর অনুরাগীদের। হ্যাশট্যাগে সৌরভ ‘সোশ্যাল ডিটক্স’ শব্দটা ব্যবহার করেছিলেন। কিন্তু কেন সোশ্যাল মিডিয়া থেকে তাঁর স্বেচ্ছা নির্বাসন, তা স্পষ্ট করেননি। কোনও কাজের জন্য কি বিরতি? না! সৌরভ তা জানাননি। কবে নাগাদ ফের তিনি সোশ্যাল ওয়ালে ফিরবেন, তারও কোনও হদিশ দেননি সে দিনের পোস্টে। তবে ওই পোস্টের পর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতেও দেখা যায়নি তাঁকে। কাজের জন্যই ফের ফিরতে হয়েছিল ভার্চুয়াল দুনিয়ায়।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় তুমুল অ্যাকটিভ থাকেন সৌরভ। ব্যক্তি জীবনে তিনি বিতর্কেও জড়িয়েছেন। তার পরও সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেননি। বরং সেই বিতর্কের কিছুদিন পরে নিজের মতো করে জবাব দেওয়ার চেষ্টা করেছেন। কিছুদিন আগেই নিজের বোনের সঙ্গে সৌরভের একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বোনের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ ওঠে। তুমুল ট্রোলিংয়ের শিকার হন। আত্মপক্ষ সমর্থনে সরাসরি মুখ না খুললেও কিছুদিন পরে মায়ের সঙ্গে ভিডিয়ো শেয়ার করেছিলেন। আর তাতেই স্পষ্ট হয়েছিল তাঁর মনোভাব।
অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে গত কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন সৌরভ। তাঁরা লিভ ইন রিলেশনে রয়েছেন। অনিন্দিতা মুম্বইতে অনেকটা সময় কাজের জন্য থাকেন। কিছুদিন আগে অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গেও সৌরভের ব্যক্তি সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হয়। তা নিয়ে সরাসরি মুখ খোলেননি সৌরভ। ফলে তাঁর কেরিয়ারে স্ট্রাগল যেমন রয়েছে, তেমনই ব্যক্তি জীবনেও স্ট্রাগল কম নয়। সে কারণেই কি পরোক্ষে এই নির্মম হওয়ার বার্তা? না! সরাসরি কোনও জবাব দেননি অভিনেতা। তবে ভাল, মন্দ সব কিছুই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। এ বার তার ব্যতিক্রম হল না।
আরও পড়ুন, ১২ বছর আগে যিনি ছিলেন মেয়ে, তিনি এখন সম্রাটের স্ত্রী!