Gourab-Sean: উত্তম-সুপ্রিয়া রসায়নকে উস্কে দিলেন গৌরব-শন, দেখুন কী করলেন তাঁরা
Gourab-Sean: ‘মন ফাগুন’ মেগা ধারাবাহিক জনপ্রিয়তার নিরীক্ষে একসময় জনপ্রিয় হলেও এখন অনেকটাই নিজের জায়গা হারিয়েছে। আর গৌরবের ‘গাঁটছড়া’ নিয়মিত নিজের বেঙ্গল টপারের জায়গাটি ধরে রেখেছে বেশ কয়েক সপ্তাহ ধরে।
উত্তম কুমার, সুপ্রিয়া দেবী। তাঁদের দু’জনের নাতিরাই এখন নিয়মিত টেলিভিশনে অভিনয় করছেন। গৌরব চট্টোপাধ্যায় এবং শন বন্দ্যোপাধ্যায়-দু’জনেই দর্শকদের মনে স্থান করে নিয়েছেন। দাদু-দিদার প্রেম নিয়ে টলিপাড়া আজও মুখোরিত। ‘বেণুদির আমাদের দাদার জন্য করা রান্নার রেসিপি’ সম্পর্কে ৮ থেকে ৮০ সকলের মধ্যে রয়েছে কৌতুহল। দুই পরিবারের মধ্যে এখন বেশ ভাল সম্পর্ক। উত্তম-সুপ্রিয়া দেবীর নাতি-নাতনিরা নিয়মিত যোগাযোগ রাখেন। আর এখন শন আর গৌরব তো আবার এক চ্যানেলেতেই কাজ করছেন। শুধু চ্যানেল নয়, একই প্রযোজনা সংস্থার দুটো আলাদা আলাদা মেগা ধারাবাহিকে কাজ করেন তাঁরা। তবে ‘মন ফাগুন’ মেগা ধারাবাহিক জনপ্রিয়তার নিরীক্ষে একসময় জনপ্রিয় হলেও এখন অনেকটাই নিজের জায়গা হারিয়েছে। আর গৌরবের ‘গাঁটছড়া’ নিয়মিত নিজের বেঙ্গল টপারের জায়গাটি ধরে রেখেছে বেশ কয়েক সপ্তাহ ধরে।
View this post on Instagram
আজকের জেনারেশেন তাঁরা। নিয়মিত নিজেদের সোশ্যাল মিডিয়াতে রাখেন সক্রিয়। শন প্রায় রোজই কিছু না কিছু ভাগ করেন সোশ্যাল মিডিয়াতে। গৌরবও পিছিয়ে নেই এই বিষয়ে। সম্প্রতি গৌরব একটি ভিডিয়োও ভাগ করেছেন। যেখানে তাঁকে নাচ শেখাচ্ছেন শন। কিন্তু গৌরব কিছুতেই পারছেন না নাচতে। এই পোস্টের সঙ্গে গৌরব দিয়েছেন ক্যাপশন। যেখানে লেখা রয়েছে, “এটা সেই সময়, যখন শন আমাকে নাচের স্টেপ শেখাচ্ছেন। সৌভাগ্যক্রমে আমি একদমই শিখতে পারিনি। আর এর মধ্যে আয়োজকরা আমার নাচের দক্ষতা সম্পর্কে জেনে গিয়েছেন। তবে ধন্যবাদ শন, তোমার এই প্রচেষ্টার জন্য। পরের বার যদি আমি সুযোগ পাই, আশা করি আমি তোমাকে হতাশ করব না”। শন মেগা ধারাবাহিক আমি সিরাজের বেগম দিয়ে অভিনয় জগতে পা রাখেন। তিনি সিরাজদ্দৌলার চরিত্রে অভিনয় করেন। এরপর জনপ্রিয় এখানে আকাশ নীল ধারাবাহিকের সিজন ২-এ ডা. উজান চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেন। এখন করছেন মন ফাগুন। এর পাশাপাশি সিনেমাতেও অভিনয় করছেন। তাঁর নতুন ছবি অন্তরদৃষ্টি-র প্রথম লুক সদ্য মুক্তি পেয়েছে। অন্যদিকে গৌরবও টেলিভিশনের পাশাপাশি নিয়মিত সিনেমাতে অভিনয় করেন। তাঁর ছবি সার্কাস-এর লুকও মুক্তি পেয়েছে কয়েকদিন আগে।