Sheezan Khan: ছেলে জেলে, মেয়ে হাসপাতালে, কান্নায় ভেঙে পড়লেন শিজানের মা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 23, 2023 | 2:15 PM

Sheezan Khan: তুনিশা শর্মা আত্মহত্যা মামলায় আপাতত জেল হেফাজতে রয়েছেন অভিনেতা শিজান খান। তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন তিনি।

Sheezan Khan: ছেলে জেলে, মেয়ে হাসপাতালে, কান্নায় ভেঙে পড়লেন শিজানের মা
তুনিশা ও ছেলের সঙ্গে শিজানের মা।

Follow Us

তুনিশা শর্মা আত্মহত্যা মামলায় আপাতত জেল হেফাজতে রয়েছেন অভিনেতা শিজান খান। তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন তিনি। অন্যদিকে খান পরিবারে বড় বিপর্যয়। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শিজানের দিদি ফলক নাজ যিনি নিজেও অভিনয়ের সঙ্গে যুক্ত। দুই ছেলে মেয়ের বিপদে ভেঙে পড়লে মা কেহকাশন। মেয়ের হাসপাতালে ভর্তি থাকার এক ছবি শেয়ার করে হাহাকার মিশ্রিত এক পোস্ট করেছেন তিনি। লিখেছেন, “আমি বুঝতেই পারছি না, আমার পরিবার ঠিক কী কারণ শাস্তি পাচ্ছে? আমার ছেলে শিজান গত এক মাস ধরে কয়েদিদের মতো জেলে রয়েছে। ওর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। আর আমার মেয়ে ফলক ও হাসপাতালে ভর্তি।” এখানেই না থেমে তিনি আরও জানান, তাঁর আরও এক ছেলে যে অটিজিমের আক্রান্ত তারও শরীর ভাল নেই। বয়সে সে শিজানের থেকেও অনেক ছোট। তাঁর প্রশ্ন, “অন্য কারও সন্তানকে নিজের সন্তানের মতো ভালবাসা কি পাপ? ফলক যে তুনিশাকে নিজের বোনের মতো ভালবাসত সেও কি পাপ ছিল? তুনিশা ও শিজান যদি ব্রেকআপ করে থাকে সেটাও পাপ ছিল?” ধর্মের প্রসঙ্গও টেনে এনেছেন তিনি। লিখেছেন, “মুসলিম বলে কি অন্য ধর্মের মেয়েকে ভালবাসাও যাবে না?”। গত ২৪ ডিসেম্বর সিরিয়ালের সেটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তুনিশার দেহ। তুনিশার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন শিজান। যদিও তুনিশার মৃত্যুর কিছু দিন আগে তাঁদের ব্রেকআপ হয়ে যায় বলে খবর। তুনিশার মৃত্যুর পর তাঁর পরিবারের তরফে শিজানের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণা দেওয়ার অভিযোগ ওঠে। তিনি গ্রেফতার হন। বারংবার তাঁর জামিনের আবেদন করলেও আদালতের তরফে তা খারিজ করে দেওয়া হয়।

যদিও প্রথম থেকেই শিজানের পরিবার বলে এসেছে, তাদের ছেলে নির্দোষ। দাবি করেছেন তুনিশাকে মেয়ের মতোই ভালবাসত শিজানের বিরুদ্ধে। অন্যদিকে বিভিন্ন সময়ে শিজানের বিরুদ্ধে বিস্ফোরক সব মন্তব্য করেছেন তুনিশার মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তুনিশার মা বলেছিলেন, “নিজের পরিবারের সঙ্গে তুনিশাকে এতটাই জড়িয়ে নিয়েছিল ওই ছেলে যে আমার মেয়েও ক্রমে ।আমার থেকে দূরে সরে যাচ্ছিল। তুনিশাকে ও ফাঁসিয়েছিল। ওর পরিবার হমকি দিত। ওকে উর্দু শেখানো হয়েছিল। ও উর্দুতে কথা বলতেও শুরু করে।”

এর আগে তুনিশার কাকা দাবি করেছিলেন, শিজানের সঙ্গে দেখা হওয়ার পর থেকেই নাকি হিজাব পরতে শুরু করেন তুনিশা। তাঁর আচার ব্যবহারও বদলে যায়। অন্যদিকে পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, অন্য মহিলার সঙ্গেও সম্পর্ক ছিল শিজানের। সত্য কী, তা বিচারসাপেক্ষ। তবে আপাতত ফলকের আরোগ্য কামনায় সকলেই।

Next Article