Tunisha Sharma Death Case: তুনিশার মৃত্যুর জন্য দায়ি করা হচ্ছে শিজ়ান খানকে; প্রথমবার মুখ খুললেন অভিনেতার বোনেরা

Tunisha Sharma Death: তুনিশার মা অভিযোগের আঙুল তুলেছেন শিজ়ানের দিকেই। তাঁর বক্তব্য, "আমার মেয়েকে ব্যবহার করেছিল শিজ়ান। ওঁকে ঠকিয়েছিল।" শিজ়ানের কঠোর শাস্তি চাইছেন তুনিশা।

Tunisha Sharma Death Case: তুনিশার মৃত্যুর জন্য দায়ি করা হচ্ছে শিজ়ান খানকে; প্রথমবার মুখ খুললেন অভিনেতার বোনেরা

| Edited By: Sneha Sengupta

Dec 26, 2022 | 8:33 PM

দিনটা ছিল ২৪ ডিসেম্বর। মহারাষ্ট্রের ভাসাইয়ে চলছিল একটি হিন্দি টিভি সিরিজ়ের শুটিং। সেই শুটিংয়েরই শৌচালয় থেকে উদ্ধার হয় বছর কুড়ির টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মার মৃতদেহ। এই মর্মান্তিক ঘটনা ঘটার ঠিক আগেই সহ-অভিনেতা শিজ়ান খানের সঙ্গে দুপুরের আহার করেছিলেন তুনিশা। এই শিজ়ানের সঙ্গে সম্পর্ক ছিল তুনিশার। অভিনেত্রীর মৃত্যুতে এফআইআর দায়ের হয়েছে। বলা হচ্ছে, শিজ়ানই নাকি তুনিশাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিলেন। তুনিশার মৃত্যুর ১৫দিন আগেই নাকি তাঁদের সম্পর্ক ভাঙে। যে কারণে নাকি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তুনিশা। অভিনেত্রী-ঘনিষ্ঠদের দাবি, সেই জন্যই নাকি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি। এদিকে সংবাদমাধ্যমকে এই প্রথম প্রতিক্রিয়া দিয়েছে শিজ়ানের পরিবারের সদস্যরা।

শিজ়ানের বোনেরা মুখ খুলেছেন সবার প্রথমে। তাঁর দুই বোন শাফাক নাজ় এবং ফালাক নাজ় বলেছেন, “যাঁরা আমাদের সঙ্গে এই সময় যোগাযোগ করতে চাইছেন, তাঁদের বলে রাখি, এই সময়টা আমাদের কাছে খুব কঠিন। ভারতের আইনি ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা আছে। মুম্বই পুলিশের সঙ্গে শেহজ়ান সম্পূর্ণ রূপে সহযোগিতা করছে। এই বিষয়ে সঠিক সময় এলে আমরা নিশ্চয়ই কথা বলব। কিন্তু এখনকার মতো আমাদের একান্তে থাকতে দিন।”

মহারাষ্ট্র পুলিশকে শিজ়ান জানিয়েছেন, তুনিশার সঙ্গে তিনি সম্পর্ক ভেঙেছেন শ্রদ্ধা ওয়ালকারের হত্যাকাণ্ড দেখে শিউরে উঠে। দুটি ভিন্ন সম্প্রদায় থেকে আসার কুফল সম্পর্ক বলে তিনি ব্রেকআপ করেছিলেন তুনিশার সঙ্গে। সেই সঙ্গে উল্লেখ করেছিলেন, তাঁদের বয়সের ফারাকও নাকি সম্পর্ক ভাঙার কারণ। শিজ়ানের বয়স ২৮। তুনিশা সেখানে ২০। ৮ বছরের বয়সের ফারাক ছিল তাঁদের।

এর আগেও একবার ব্রেকআপ হয় তুনিশা-শেহজ়ানের। তখনও আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন তুনিশা। শেহজ়ান বলেছেন, “মৃত্যুর কয়েকদিন আগেও আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন তুনিশা। কিন্তু সেই সময় আমিই ওকে বাঁচিয়েছিলাম। ওঁর মাকে বলেছিলাম, যাতে ওঁর খেয়াল রাখেন।”

অন্যদিকে এক্কেবারে অন্য কথা বলেছেন তুনিশা শর্মার মা। অভিযোগের আঙুল তিনি তুলেছেন শিজ়ানের দিকেই। তাঁর বক্তব্য, “আমার মেয়েকে ব্যবহার করেছিল শিজ়ান। ওঁকে ঠকিয়েছিল।” শিজ়ানের কঠোর শাস্তি চাইছেন তুনিশা।