Shehnaaz Photoshoot: কাঁধ থেকে খুলল পোশাক, ট্রোল নয়, শেহনাজ়কে প্রশংসায় ভরিয়ে দিল নেটপাড়া

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 07, 2023 | 7:59 AM

Viral Video: রিয়্যালিটি শো-এর মঞ্চ থেকে সম্পর্কে গড়তে অনেকেই দেখা যায়। তবে শেহনাজ গিল ও সিদ্ধার্থ শুক্লার সম্পর্ক দর্শকের কাছে যেন এক আবেগ।

Shehnaaz Photoshoot: কাঁধ থেকে খুলল পোশাক, ট্রোল নয়, শেহনাজ়কে প্রশংসায় ভরিয়ে দিল নেটপাড়া

Follow Us

শেহনাজ় গিল প্রথম থেকেই সকলের মনে জায়গা করে নিয়েছেন বিগ বসের ঘর থেকেই। তাঁর দুষ্টু মিষ্টি নানা লুকে বারে বারে চর্চিত হয়েছেন সেলেব। তাঁর প্রতিটা কাজই যেন বারে বারে প্রশংসিত হয় নেটদুনিয়ার পাতায়। যেভাবে ধীরে ধীরে তিনি নিজের জায়গা পাকা করে নিচ্ছেন বি-টাউনে, তা দেখে এক শ্রেণী সাধুবাদ জানাতে পিছপা হয় না। সোশ্যল মিডিয়ায় সেলেবদের মতই তাঁর নিত্য আনাগোনা। তবে শরীর থেকে পোশাক খুললেই রে-রে করে ওঠা নেটপাড়া এবার মোটেও বিরোক্ত হল না নেটদুনিয়ায়। অন্যান্য সেলেবদের ক্ষেত্রে এধরনের ছবি দেখলেই ট্রোলের ঝড় ওঠে। এবার শেহনাজ়ের ক্ষেত্রে ঘটল বিপরীত। প্রত্যেকেই শেহনাজ়ের লুককে বাহবা দিলেন।

সম্প্রতি সামনে এল শেহনাজ়ের নয়া ফোটোশুটের ছবি। কাঁধ থেকে পোশাক খুলে পড়ছে, অতীতে এই ধরনের লুকে দেখা দেননি  তিনি। বরাবরই খবরের শিরোনামের জায়গা করে নিতে দেখা যায় বিগ বস খ্যাত অভিনেত্রী শেহনাজ় গিলকে। জাতীয় স্তরে এখনও পর্যন্ত অভিনয় হাতেখড়ি তাঁর হয়নি। অর্থাৎ বি-টাউনে বাঘা-বাঘা দুই ছবিতে সম্প্রতি অভিনয় করেছেন শেহনাজ গিল। সলমন খানের হাত ধরেই বিটাউনে হচ্ছে তাঁর।

রিয়্যালিটি শো-এর মঞ্চ থেকে সম্পর্কে গড়তে অনেকেই দেখা যায়। তবে শেহনাজ গিল ও সিদ্ধার্থ শুক্লার সম্পর্ক দর্শকের কাছে যেন এক আবেগ। এই দুই স্টার সকলের মনে রাতারাতি জায়গা করে নিয়েছিলেন। সিদ্ধার্থ শুক্লা প্রয়াণে শেহনাজ় গিল তাই কতটা মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে, অনুমান করেছিল ভক্তরা। অথচ সেই শেহনাজ গিল যখন সিদ্ধার্থের দেখা স্বপ্ন সত্যি করার লক্ষ্যে এগিয়ে চলেছেন, তখনই সোশ্যাল মিডিয়া আবারও তাঁকে কটাক্ষ করতে পিছপা হচ্ছে না।

সম্প্রতি শেহনাজ় গেলকে নিয়ে বেশ কিছু তথ্য চর্চায় উঠে আসছে বারে-বারে। শোনা যায় তিনি অহংকারী হয়ে গিয়েছেন, তিনি সম্ভ্রমের সঙ্গে কথা বলেন না, এমনকি ধরাকে সড়াগান করছেন, এমনও মন্তব্য শুনতে হয়েছে তাঁকে। যদিও শেহনাজ় এই বিষয়ে বর্তমানে একপ্রকার ধাতস্থ হয়ে গিয়েছেন। শেহনাজের কথায় তিনি যদি তাঁর চোখের জল সকলের সামনে আনতেন, তখন এই সমালোচকরাই স্পষ্ট জানিয়ে বসতেন, সহানুভূতি কুড়োচ্ছেন শেহনাজ। তবে তিনি তাঁর ভক্তদের নিয়ে যথেষ্ট যত্নশীল। ‌তবে এবার ঘটল উল্টোটাই। শেহনাজ় গিলের প্রশংসায় ভরল নেটপাড়ায়।

Next Article