Shehnaaz Gill: কার সন্তান শেহনাজ়ের কোলে, কে এই একরত্তি? জানুন তার পরিচয়

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 04, 2023 | 9:10 PM

Viral Picture: ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন শেহনাজ় গিল। ঝড়ের গতিতে ভাইরাল তা।

Shehnaaz Gill: কার সন্তান শেহনাজ়ের কোলে, কে এই একরত্তি? জানুন তার পরিচয়

Follow Us

শেহনাজ় গিলের সরলতা ভালবেসেছিল দর্শক। পঞ্জাবে জনপ্রিয়তা লাভ করলেও বিগবসের মাধ্যমে তিনি ছুঁয়েছিলেন দেশের মানুষের হৃদয়ও। কিন্তু তাঁকে নিয়ে সাম্প্রতিককালে চর্চাও কম হচ্ছে না। তাঁর ব্যবহার নাকি একেবারেই পছন্দ হয় না নেটিজেনদের একটা বড় অংশের। এমনকি ভক্তদের তরফেও জোটে কখনও কখনও ধিক্কার। এই মুহূর্তে বলিউডে বেশ কিছু হাই বাজেট ছবির অফার রয়েছে তাঁর কাছে। রয়েছে সলমন খানের সঙ্গে ছবির অফারও। শেহনাজের দিন কাটছে চরম ব্যস্ততায়। প্রতিদিনই থাকছে কাজ। প্রায় প্রতিটা স্পটে শেহনাজের ছবি তুলতে হাজির হয়ে যায় পাপারাৎজি। শেহনাজের সঙ্গে পাপারাৎজির সম্পর্ক বেশ এমনিতে বেশ ভাল। তাঁর আচার ব্যবহার এযাবৎকাল প্রশংসিতও হয়ে এসেছে।

এবারও তিনি জায়গা করে নিলেন সকলের নজরের কেন্দ্রে। সঙ্গে একরত্তি। এই ছোট্ট শিশুটি কে? কখনও খেলছে কখনও আবার নিজেই খাইয়ে দিচ্ছে শেহনাজ়কে। কে এই শিশু? প্রশ্ন করার খুব একটা প্রয়োজন নেই। কারণ গত এক বছরে এই শিশুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারতী সিং-এর ছেলে গোলা। একবছরের জন্মদিন সেলিব্রেশন করলেন ভারতী। তাঁর ছেলেকে এদিন আশীর্বাদ করতে উপস্থিত ছিলেন সেলেবমহলের বহু তারকাই।

গোলার সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন শেহনাজ় গিল। ঝড়ের গতিতে ভাইরাল তা। নেটিজ়েনদের মনও কাড়ল এই পোস্ট। কেউ কেউ বললেন ফ্রেমে দুই শিশু। কেউ আবার গোলাকে দেখে বেজায় খুশি। বর্তমানে ভক্তরা শেহনাজ়ের আগামী ছবি কিসি কি ভাই কিসি কি জান ছবি মুক্তির অপেক্ষায়। ঝড়ের গতিতে ভাইরাল সেই খবর। এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখছেন শেহনাজ় গিল।

Next Article