পরনে শাড়ি। তার উপর রঙিন ওড়না। হাত ভর্তি চুড়ি, টিকলির সাজে এক সময় অভিনেত্রীকে (Actress) প্রতিদিন টেলিভিশনের পর্দায় দেখতেন দর্শক। অভিনেত্রী অর্থাৎ শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacherjee)। কেরিয়ারের প্রথম দিকের ধারাবাহিক নাগলীলা। তারই পছন্দের কিছু মুহূর্ত ফিরে দেখলেন তিনি।
বুধবার সোশ্যাল মিডিয়ায় নাগলীলার কিছু ছবি শেয়ার করেছেন। সে সময় মঞ্চে পারফরম্যান্সের ছবিও শেয়ার করেছেন শ্রীমা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যত্নে রাখা প্রথম জীবনের কিছু মিষ্টি স্মৃতি’।
দিন কয়েক আগে সপরিবার করোনা আক্রান্ত হয়েছিলেন শ্রীমা। বাবা, মা এবং ভাইয়ের সঙ্গে থাকেন তিনি। এখন সকলেই সুস্থ। অসুস্থতার সময় অক্লান্ত ভাবে পাশে ছিলেন বন্ধুরা। সে কথা প্রকাশ্যে শেয়ারও করেছিলেন। আপাতত লকডাউনে গৃহবন্দি। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। তার মধ্যেই পুরনো স্মৃতি মন ভাল করে দিয়েছে তাঁর।
‘বেদের মেয়ে জ্যোৎস্না’ ধারাবাহিকে শেষ কাজ করেছেন শ্রীমা। লকডাউনের আগে টেলিভিশনের একটি অফার ছিল তাঁর কাছে। কিন্তু দিন কয়েক আগেই এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ওই চরিত্রের জন্য আমি প্রস্তুত নই বলে মনে হয়েছিল। তাই অফারটা অ্যাকসেপ্ট করিনি। একটা ওয়েবের কথা হয়ে রয়েছে। আউটডোর শুটিং। তাই লকডাউন না মিটলে শুরু হবে না।” এ ছাড়াও টেলিভিশনের জন্য তৈরি অরিজিনাল একটি ছবির অফারও পেয়েছেন শ্রীমা। তবে তার লুক সেট এখনও হয়নি বলেই জানান।
আরও পড়ুন, মাসাবার জন্মের আগে মাত্র দু’হাজার টাকা ছিল নীনার সম্বল!