শ্রুতি-রুকমাকে একসঙ্গে নাচতে দেখে রেগে গেলেন স্বৈরিতি!
প্রসঙ্গত, দেশের মাটি ধারাবাহিকের ওই তিন নায়িকার অনস্ক্রিন কেমিস্ট্রিও খারাপ নয়। মাম্পি (রুকমা) ও নীলপাখি (স্বৈরিতি)র ভালবাসার মানুষ যদিও এক-- সে রাজা (রাহুল বন্দ্যোপাধ্যায়)।
একদিকে ভক্তদের মধ্যে কুৎসিত ট্রোল, অন্যদিকে দুই নায়িকার মধ্যে গাঢ় বন্ধুত্ব। কথা হচ্ছে অভিনেত্রী রুকমা রায় ও শ্রুতি দাসকে নিয়ে। সম্প্রতি ইনস্টাগ্রামে এক রিল ভিডিয়ো শেয়ার করেছেন তাঁরা। যে দেখে বেশ রেগে গেলেন ধারাবাহিকের আর এক গুরুত্বপূর্ণ চরিত্র নীলপাখি ওরফে স্বৈরিতি। ঠিক কী হয়েছে?
রুকমা রায়ের ইনস্টা ঘাঁটলে দেখা যাচ্ছে সহঅভিনেত্রী শ্রুতি দাসকে নিয়ে আইকনিক ডোলা রে ডোলার সঙ্গে পা মিলিয়েছেন তাঁরা। যেন অবিকল মাধুরী-ঐশ্বর্যা। রুকমার অনস্ক্রিন বউভাত লুকেই ভিডিয়ো শেয়ার করেছেন অনস্ক্রিন মাম্পি ও নোয়া। আর সেখানেই কমেন্ট করেছেন স্বৈরিতিও। এক লাল রঙের রাগি মুখের ইমোজি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “হ্যাঁ, আমি না থাকলে রিল হচ্ছে”। অভিনেত্রীর রাগ কেন তাঁকে বাদ দিয়ে পা মেলাবেন ওঁরা দুই জন? নেটিজেনরাও পেয়ে গিয়েছেন ‘টপিক’। স্বৈরিতিকে ট্যাগ করে তাঁদের বক্তব্য, “এ কাজ একেবারেই ঠিক হয়নি।”
View this post on Instagram
প্রসঙ্গত, দেশের মাটি ধারাবাহিকের ওই তিন নায়িকার অনস্ক্রিন কেমিস্ট্রিও খারাপ নয়। মাম্পি (রুকমা) ও নীলপাখি (স্বৈরিতি)র ভালবাসার মানুষ যদিও এক– সে রাজা (রাহুল বন্দ্যোপাধ্যায়)। সম্প্রতি অনস্ক্রিন বিয়ে সেরেছেন রাহুল-রুক্মা। ফ্যানেরা খুশি। তবে এর পাশাপাশি রাহুল-মাম্পি ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকটির অন্যান্য চরিত্রদের নিয়ে শুরু করেছিলেন কদর্য আক্রমণ। তা নয়ে প্রতিবাদ জানিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছিলেন রাহুল।
লিখেছিলেন, “অনেকদিন অনেক কিছু সহ্য করছি,কিন্তু রাজা-মাম্পি কে ভালোবাসার অর্থ যদি হয় আমার সহ অভিনেতা/অভিনেত্রীদের অপমান করা…রক্ষে করুন,চাই না এমন ভালোবাসা”। রাহুলের সমর্থনে এগিয়ে এসেছিলেন রুকমাও। তিনি লিখেছিলন “ঠিক কথা বলেছ, সব কিছুর একটা লিমিট থাকা উচিত।” রাহুল যদিও জানান, তাঁর ওই পোস্ট নির্দিষ্ট একটি পেজের বিরুদ্ধে যারা ইচ্ছাকৃত ভাবে কদর্য ভাষায় আক্রমণ করে চলেছেন ধারাবাহিকের অন্যতম চরিত্রদের। দেশের মাটি নিয়ে এই বিতর্ক আজকের নয়। লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্যে ওই ধারাবাহিকে রয়েছেন একাধিক চেনা মুখ। রাহুল-রুক্মা ছাড়াও রয়েছেন তথাগত-পায়েলের মতো ইন্ডাস্ট্রির পুরনো অভিনেতারাও। ধারাবাহিকের রয়েছে নানা ট্র্যাক। সেই ট্র্যাকের উপরেই ভিত্তি করে কখনও রাহুল-রুক্মার কেমিস্ট্রি পেয়ে যায় প্রাধান্য আবার কখনও বা শ্রুতি-দিব্যজ্যোতি জায়গা পান গোটা এপিসোড জুড়ে।
আরও পড়ুন-‘অনুষাকেই জিজ্ঞাসা করুন, কেন ছবি মুছেছি’, বলিপাড়ায় আবারও এক বিচ্ছেদ!