Shruti-Swarnendu: খানিক ছুটিতে হানিমুন, বিয়ের পর প্রথম ট্রিপে শ্রুতি-স্বর্ণেন্দু

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 15, 2023 | 2:18 PM

Honeymoon: 'ত্রিনয়নী' ধারাবাহিক থেকে শুরু সম্পর্কের সমীকরণ। তারপর একসঙ্গে অনেকটা পথচলা। নানা ওঠাপড়ার মধ্যে দিয়েও শ্রুতি ও স্বর্ণেন্দুর সম্পর্কে কোনওদিন ভাটা পড়েনি।

Shruti-Swarnendu: খানিক ছুটিতে হানিমুন, বিয়ের পর প্রথম ট্রিপে শ্রুতি-স্বর্ণেন্দু

Follow Us

সদ্য বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী শ্রুতি দাস ও ধারাবাহিক পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। ঝড়ের গতিতে ভাইরাল হলেন এই জুটি। ‘ত্রিনয়নী’ ধারাবাহিক থেকে শুরু সম্পর্কের সমীকরণ। তারপর একসঙ্গে অনেকটা পথচলা। নানা ওঠাপড়ার মধ্যে দিয়েও শ্রুতি ও স্বর্ণেন্দুর সম্পর্কে কোনওদিন ভাটা পড়েনি। তাঁরা একে অপরের সঙ্গে ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছিলেন, পরিকল্পনা অনুযায়ী ঠিক তেমনটাই হল। বিয়ের পিঁড়িতে বসলেন এই জুটি। রূপোর গহনাতে সাজলেন শ্রুতি, গোপনেই সেরেছেন বিয়ে। কাছের কয়েকজন বন্ধু নিয়েই বিয়ে সম্পন্ন হয়। তবে আইনি মতে এই বিয়ে করেন তাঁরা। TV9 বাংলাকে শ্রুতি জানিয়েছিলেন, সামাজিক মতে তাঁরা বিয়ে করবেন ২০২৫-এ।

বিয়ের পর কোনও রিসেপশন পার্টি থাকল না, যেহেতু এটি একদিনের রেজিস্ট্রি ম্যারেজ ছিল। তবে হানিমুন তালিকা থেকে বাদ পড়ল না। বিয়ের কমেকদিনের মধ্যেই অল্প ছুটি নিয়ে বেরিয়ে পড়লেন জুটি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি। বিমান বন্দরে ফ্রেমবন্দি জুটি। পোজ় দিয়ে একাধিক ছবি শেয়ার করলেন শ্রুতি দাস। সঙ্গে মাঝে মধ্যেই ধরা দিলেন স্বর্ণেন্দু। বিমানে উঠেও ছবি তুললেন তাঁরা। পোজ় দিয়ে তোলা এই ছবি দেখা মাত্রই নেটপাড়ায় ভাইরাল।

তবে কোথায় গেলেন, তা জানালেন না তাঁরা। কেবল ক্যাপশনে লিখলেন মিনি হানিমুন। ছবি দেখা মাত্রই লাইক-শেয়ারে তা ভরিয়ে দিলেন ভক্তরা। প্রসঙ্গত শ্রুতি দাস ও স্বর্ণেন্দু এখন ব্যস্ত রয়েছেন তাঁদের ধারাবাহিক রাঙাবউ-এর কাজ নিয়ে। ধারাবাহিক টিআরপির তালিকাতেও জায়গা করে নিয়েছে। সদ্য কার কাছে কই মনের কথা ধারাবাহিকেও দেখা যায় তাঁকে, এই ধারাবাহিকের অভিনেত্রী মানালী, পর্দার চরিত্র শিমূল সাজতে গিয়েছিলেন শ্রুতির পর্দার চরিত্র রাঙাবউ-য়ের কাছে। সেই পর্ব দর্শকদের মন ছুঁয়েছিল। তবে এবার লাইট ক্যামেরা থেকে কিছুটা ছুটি, একান্তে সময় কাটাতে উড়ে গেলেন জুটি। তবে কোথায় গেলেন, তা রহস্যই রাখলেন তাঁরা।

Next Article