Shruti Das: ট্রোলারদের খোঁচা দিতেই কি বরকে ‘বুড়ো’ বললেন শ্রুতি?
Viral News: টানা দু'বছর সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। না, কোনও রাজকীয় আয়োজনে, জাঁকজমক পূর্ণ অনুষ্ঠান বিয়েতে থাকল না। ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা।
শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার, টেলি দুনিয়ার এই জুটি বরাবরই বেশ চর্চিত। আর এই চর্চার মূল কারণই ছিল তাঁদের অসম বয়সের প্রেম। শুটিং সেটে একে অন্যকে মন দিয়েছিলেন তাঁরা। তবে থেকেই জুটি বেঁধেছিলেন শ্রুতি ও স্বর্ণেন্দু। তবে থেকেই চর্চায় তাঁদের মধ্যে বয়সের ফারাক দশ বছরের। অনেকেই প্রাথমিকভাবে মনে করেছিলেন শ্রুতি ও স্বর্ণেন্দুর এই জুটি বেশিদিন স্থায়ী হবে না। তবে শত্রুর মুখে ছাই দিয়ে শ্রুতি দাস ও স্বর্ণেন্দু বর্তমানে বিবাহিত। টানা দু’বছর সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। না, কোনও রাজকীয় আয়োজনে, জাঁকজমক পূর্ণ অনুষ্ঠান বিয়েতে থাকল না। ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা।
সোশ্যাল মিডিয়ায় তাঁরা বরাবরই সক্রিয়, মাঝেমধ্যেই একে অপরের সঙ্গে ছবি পোস্ট করে থাকেন শ্রুতি ও স্বর্ণেন্দু। সদ্য শ্রুতি দাস সেলিব্রেট করেছেন স্বর্ণেন্দুর জন্মদিন। আর এবারে সোয়াগের সঙ্গে তোলা স্বর্ণেন্দুর এক ছবি সোশ্যাল মিডিয়ার শেয়ার করে যা লিখলেন শ্রুতি, তা ট্রোলারদের নজরে পড়বে না এমনটা হতেই পারে না। স্বর্ণেন্দুর মাথায় কাঁচা পাকা চুল, মুখে হালকা বয়সে ছাপ পড়েছে, ‘শ্রুতির পাশে বেমানান’, এমনই মন্তব্য যাঁরা করতেন, তাঁদেরকেই এবার পাল্টা খোঁচা দিয়ে শ্রুতি নিজেই স্বর্ণেন্দুর ছবি শেয়ার করে ক্যাপশনে লিখলেন ‘বুড্ডা’।
এই ভিডিয়োতে স্মার্ট লুকে ধরা দিলেন স্বর্ণেন্দু সমাদ্দার, ঠিক যেন পর্দার হিরো, নিজের বরের সেই ভিডিয়ো গর্বের সঙ্গে পোস্ট করে নিজেই শ্রুতি কটাক্ষকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এমনই কমেন্ট করে বসলেন। শ্রুতি বরাবরই নিজেদের সম্পর্ক নিয়ে বেশ যত্নশীল। ট্রলারদের কোনও কথাতেই তিনি কান দেন না। বরং নিন্দুকদের পাল্টা জবাব দেওয়ার সামান্য সুযোগও হাতছাড়া করে না অভিনেত্রী।
View this post on Instagram