Shruti Das: সোশ্যাল মিডিয়ায় বিলাসবহুল জীবন তুলে ধরা দেখনদারি ছাড়া কিস্যু নয়: শ্রুতি দাস
Shruti Das: বিয়ের কিছু সময় পার করেছেন স্বর্ণেন্দু সমাদ্দার ও শ্রুতি দাস। তাঁদের বয়সের ফারাক নিয়ে এ যাবৎ কম আলোচনা হয়নি। উড়ে এসেছে নানা কটাক্ষ। শুনতে হয়েছে নানা কটু কথাও।
বিয়ের কিছু সময় পার করেছেন স্বর্ণেন্দু সমাদ্দার ও শ্রুতি দাস। তাঁদের বয়সের ফারাক নিয়ে এ যাবৎ কম আলোচনা হয়নি। উড়ে এসেছে নানা কটাক্ষ। শুনতে হয়েছে নানা কটু কথাও। কিন্তু সাংসারিক জীবন যত এগচ্ছে ততই যেন স্বামীকে নতুন ভাবে আবিষ্কার করছেন শ্রুতি দাস। তাঁর সাধারণ জীবন যাত্রা মুগ্ধ করছে তাঁকে। খিদে পেলে বাটিতে চানাচুর মুড়ি নিয়ে বসে যাচ্ছেন স্বর্ণেন্দু, চাইলেন খেতে পারতেন তথাকথিত দামি খাবার, তা করেননি দেখেই শ্রুতি তাঁকে না জানিয়েই লিখে ফেললেন এক লম্বা পোস্ট।
শ্রুতি লেখেন, “কুড়িটির উপর সফল পরিচালক শটের মাঝে চানাচুর মুড়ি খাচ্ছে, এই দৃশ্যই প্রতিটা দিন আমায় অবাক করছে। মনে হতেই পারে আমি ওর হয়ে কথা বলছি, কিন্তু বিশ্বাস করুন, আমি মনে করি, সামাজিক মাধ্যমে বিলাসবহুল জীবনযাত্রা তুলে ধরা আদপে দেখনদারি ছাড়া আর কিছুই নয়। সাধারণ থাকাই আসল ধর্ম। আর সেই কারণেই আমার স্বামী ও আমার বাবা মা আমার অনুপ্রেরণা। নিজের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আমি মাটির কাছাকাছি থাকতে চাই, চাই মাটিতে পা ফেলে রাখতে। স্বর্ণেন্দুকে নিয়ে আমি গর্বিত, ওর স্ত্রী হয়ে আমি প্রতিটা মুহূর্তে গর্ববোধ করে থাকি।”
এর পরেই পরিচালকের উদ্দেশ্যে তিনি লিখেছেন, “তোমায় ভালবাসি, ভাল মানুষ, তুমি ভীষণ সৎ।” সাধারণ ভাবেই জীবন কাটান শ্রুতি নিজেও। এসেছেন সাধারণ পরিবার থেকেই। কাটোয়ার মেয়ে তিনি। স্বর্ণেন্দুর পরিচালনাতেই প্রথম ব্রেক মেলে তাঁর। আর ধারাবাহিক করতে গিয়েই হয় দুজনের প্রেম। সেই প্রেম একধাপ এগিয়েছে সম্প্রতি। কাউকে কিচ্ছু না জানিয়েই ঝপ করে দুজনে বিয়ে করে নেন। যদিও সামাজিক বিয়ে এখনও বাকি রয়েছে তাঁর। তা করতে এখনও এক দেড় বছর বাকি রয়েছে, জানিয়েছেন তিনি।
View this post on Instagram