Shruti Das: ‘সব ভুলে গিয়েছি…’, নৈহাটির বড়মাকে দেখে শিহরণ জাগানো অনুভূতি শ্রুতির

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 12, 2023 | 6:47 PM

Shruti Das: নৈহাটির বড়মা--- তাঁকে এক ঝলক দেখার আশায় দূরদূরন্ত থেকে ভিড় করেন ভক্তরা। বিশ্বাস, মায়ের কাছে যা চাওয়া মা তাই-দেন দু'হাত ভর। তাঁর ব্যপ্তি এতটাই যে মায়ের কাছে গেলে অনেককেই হাউহাউ করে কাঁদতেও দেখা গিয়েছে। না ভয়ে নয়, ভক্তিতে, শিহরণ জাগানো এক অনুভূতিতে।

Shruti Das: সব ভুলে গিয়েছি..., নৈহাটির বড়মাকে দেখে শিহরণ জাগানো অনুভূতি শ্রুতির
নৈহাটির বড়মাকে দেখে শিহরণ জাগানো অনুভূতি শ্রুতির

Follow Us

নৈহাটির বড়মা— তাঁকে এক ঝলক দেখার আশায় দূরদূরন্ত থেকে ভিড় করেন ভক্তরা। বিশ্বাস, মায়ের কাছে যা চাওয়া মা তাই-দেন দু’হাত ভর। তাঁর ব্যপ্তি এতটাই যে মায়ের কাছে গেলে অনেককেই হাউহাউ করে কাঁদতেও দেখা গিয়েছে। না ভয়ে নয়, ভক্তিতে, শিহরণ জাগানো এক অনুভূতিতে। বিয়ের পর এটিই প্রথম কালীপুজো অভিনেত্রী শ্রুতি দাসের। ছোট থেকেই গায়ের রঙের জন্য ‘কালী’ ‘কালো’ অনেক কিছুই শুনতে হয়েছে তাঁকে। প্রথমে খারাপ লাগলেও আজ এই রঙই তাঁর ইউএসপি। মা কালীর সঙ্গে তাঁর আত্মিক টান বহুদিনের। এই বিশেষ দিনে তিনি গিয়েছিলেন বড় মায়ের দর্শনে। সেখানে গিয়ে যে অনুভূতি হল তাঁর, তা তিনি জন্ম জন্মান্তরেও ভুলতে পারবেন না। একটি ভিডিয়ো শেয়ার করেছেন শ্রুতি। পিছনে বড় মা’র মুখ উঁকি দিচ্ছে। মুখে অদ্ভুত এক প্রশান্তি নিয়ে দাঁড়িয়ে আছেন শ্রুতি। তাঁর কথায়, “প্রথম দেখাতেই সব ভুলে গিয়েছি। মা কে কী বলতে, কী করতে গিয়েছিলাম কিছুও মনে নেই, শুধু দু’চোখ ভরে দেখে এসেছি।” শ্রুতির এই অনুভূতির সঙ্গে নিজেদের মিল খুঁজে পেয়েছেন অনেকেই। তাঁদেরও ওই একই বক্তব্য। একজন লিখেছেন, “এটাই বড় মায়ের ম্যাজিক। শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। কথা হারিয়ে যায়, দু’চোখ জলে ভরে যায়, বড়মা সব জানে মনের কথা। তাই আর নতুন করে কিছু বলারই থাকে না।” শুধু শ্রুতিই নয়, সঙ্গে গিয়েছিলেন স্বামী স্বর্ণেন্দু সমাদ্দার। প্রথম বার যুগলে বড় মা দর্শন, বিশেষ দিনে এর চেয়ে বড় পাওনা আর কী বা হতে পারে?

এই মুহূর্তে ‘রাঙা বউ’ ধারাবাহিকে দেখা যাচ্ছে শ্রুতিকে। টিআরপির তালিকায় এই ধারাবাহিকের নম্বর মন্দ নয়। ধারাবাহিকটির পরিচালক ও প্রযোজক তাঁর স্বামী। ২০১৯ সালে ত্রিনয়নী দিয়ে অভিনয় জগতে পা রাখেন শ্রুতি। সেই ধারাবাহিকেরও পরিচালক ছিলেন স্বর্ণেন্দু। সেখান থেকেই প্রেম। শ্রুতিরই ভাল লেগেছিল প্রথমে। এই বছরের মাঝামাঝি কাউকে কিচ্ছু না জানিয়ে হঠাৎ করেই বিয়ে করে নিয়েছেন দু’জনে। তবে এ শুধুই আইনি বিয়ে। সামাজিক বিয়ের এখনও ঢের দেরি, এমনটাই জানিয়েছেন শ্রুতি।

Next Article