Shruti Das: সদ্য বিয়ে হয়েছে, এবার সন্তান আসার দিনক্ষণ জানালেন শ্রুতি

Shruti Das: কাউকে কিচ্ছু না জানিয়েই গত ১০ জুলাই পরিবারের প্রিয়জনদের আশীর্বাদ সঙ্গে নিয়ে বিয়ে করেন অভিনেত্রী শ্রুতি দাস। পাত্র স্বর্ণেন্দু সমাদ্দার। না সামাজিক বিয়ে তাঁরা করেননি, বরং আইনি বিয়ে করেছিলেন। বিয়েতে পরেছিলেন সাদা রঙের পোশাক। শ্রুতির বিয়ের পর থেকে সকলের প্রশ্ন, হিন্দু রীতি নীতি মেনে সামাজিক বিয়ে কবে করবেন তাঁরা?

Shruti Das: সদ্য বিয়ে হয়েছে, এবার সন্তান আসার দিনক্ষণ জানালেন শ্রুতি
শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 8:26 PM

কাউকে কিচ্ছু না জানিয়েই গত ১০ জুলাই পরিবারের প্রিয়জনদের আশীর্বাদ সঙ্গে নিয়ে বিয়ে করেন অভিনেত্রী শ্রুতি দাস। পাত্র স্বর্ণেন্দু সমাদ্দার। না সামাজিক বিয়ে তাঁরা করেননি, বরং আইনি বিয়ে করেছিলেন। বিয়েতে পরেছিলেন সাদা রঙের পোশাক। শ্রুতির বিয়ের পর থেকে সকলের প্রশ্ন, হিন্দু রীতি নীতি মেনে সামাজিক বিয়ে কবে করবেন তাঁরা? এ বার সেই প্রশ্নেরই উত্তর দিলেন শ্রুতি। রচনা বন্দ্যোপাধ্যায়ের রিয়ালিটি শো-এসে শ্রুতি সাফ জানিয়ে দেন আগামী বছর সামাজিক বিয়ের কোনও পরিকল্পনা নেই তাঁদের। তবে সামাজিক বিয়ে হবে, ২০২৫ সালেই স্বর্ণেন্দুর সঙ্গে সাতপাক ঘুরবেন নায়িকা।

শুধু কি তাই? পরিকল্পনার কিন্তু এখানেই ইতি নয়। সন্তান নেওয়ার দিনক্ষণও জানিয়ে দিলেন তিনি। জানালেন বিয়ের পাঁচ বছর পর অর্থাৎ ২০৩০ নাগাদ সন্তান নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। শ্রুতির কথা শুনে রচনা বন্দ্যোপাধ্যায় হাসি চাপতে পারলেন না। তাঁর পাল্টা প্রশ্ন, “এটাও ঠিক করে রেখেছিস?”

শ্রুতির ও স্বর্ণেন্দুর বয়সের ফারাক অনেকটাই। সে নিয়ে অতীতে কম আলোচনা হয়নি। ‘বুড়ো’, ‘দাদু’ ইত্যাদি নানা ট্যাগে ভূষিত হতে হয়েছে তাঁকে। শ্রুতি এ নিয়ে প্রতিবাদও করেছিলেন। তবে এবার নিজেই মজা করে বললেন, “তখন আমার বরের কত বয়স হবে সেটাই ভাবছি।” এর আগে বিয়ে নিয়ে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, “আমরা দু’জন জীবনে কোনও কিছুই প্ল্যান করে করিনি। এক মাস আগেই সবটা ঠিক, আই সোয়ার অন মাই মম। হঠাৎ করেই একদিন বললাম, ‘বিয়েটা করে নিলে কেমন হয়’? বাড়ির সবাইকে জানালাম, যে বিয়ে করতে চাই, তোমাদের কোনও আপত্তি নেই তো? ওরাও জানিয়ে দেয় যে নেই। ব্যস। এর পরেই ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে গিয়ে আপিল করি। ব্যস, বিয়ে করে নিই।”