রুকমা, শ্রুতি নাকি স্বৈরিতি, আপনার বিচারে ‘পরম সুন্দরী’ কে?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 19, 2021 | 2:26 PM

Shruti Das: হালফিলে ট্রেন্ড করছে ‘মিমি’ ছবির গান ‘পরম সুন্দরী’। কৃতী শ্যাননের পারফরম্যান্স দেখেছেন দর্শক। সেই গানেই এ বার নিজেদের মতো করে গা ভাসাচ্ছেন অনেকে। ব্যতিক্রম নন শ্রুতিও।

রুকমা, শ্রুতি নাকি স্বৈরিতি, আপনার বিচারে ‘পরম সুন্দরী’ কে?
শ্রুতি, রুকমা এবং স্বৈরিতি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তাঁর অল্প দিনের কেরিয়ার। কিন্তু ইতিমধ্যেই দর্শকের দরবারে তিনি পরিচিত নাম। প্রথম ধারাবাহিকেই তাঁর জনপ্রিয়তা এসেছিল। এখন ‘দেশের মাটি’ ধারাবাহিকে তাঁর অভিনয় দেখছেন দর্শক। তিনি অর্থাৎ শ্রুতি দাস। এ বার ‘পরম সুন্দরী’ হওয়ার দৌড়ে তিনি! বিষয়টা ঠিক কী?

হালফিলে ট্রেন্ড করছে ‘মিমি’ ছবির গান ‘পরম সুন্দরী’। কৃতী শ্যাননের পারফরম্যান্স দেখেছেন দর্শক। সেই গানেই এ বার নিজেদের মতো করে গা ভাসাচ্ছেন অনেকে। ব্যতিক্রম নন শ্রুতিও। তবে তাঁর সঙ্গে যোগ দিয়েছেন দুই সহঅভিনেত্রী। রুকমা রায় এবং স্বৈরিতি বন্দ্যোপাধ্যায়। মজা করে তৈরি করা ভিডিয়ো শ্রুতি শেয়ার করলেন ইনস্টাগ্রামে। তিন অভিনেত্রীর মধ্যে ‘পরম সুন্দরী’ হিসেবে আপনার কাকে পছন্দ বলুন তো?

স্বল্প কেরিয়ারেই শ্রুতি যেন টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন। শুধু অভিনয় নয়। ট্রোলিং সামলেও শিরোনামে এসেছেন তিনি। গায়ের রঙের জন্য তাঁকে নেট নাগরিকদের কটাক্ষ শুনতে হয় কেরিয়ারের প্রথম থেকেই। বহু দিন সহ্য করার পর অবশেষে দিন কয়েক আগে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। এই প্রতিবাদে সমাজের বহু বিশিষ্ট মানুষকে পাশে পেয়েছেন। শ্রুতিকে ভালবাসার মানুষও কম নেই। তাঁর কাজ, অভিনয় পছন্দ করেন এমন অনুরাগীর সংখ্যাও অগুণতি। তাঁদের কথা ভেবে এবং নিজের ভবিষ্যতের জন্য প্রতিদিন নিজের পারফরম্যান্স আরও উন্নত করার প্রয়াস থাকে অভিনেত্রীর।

‘দেশের মাটি’ শুরু হওয়ার পর থেকেই দর্শকের একাংশের পছন্দ রাজা-মাপি জুটি। অর্থাৎ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং রুকমা রায়। তাঁদের আনন্দে ফেসবুকে গদগদ পোস্ট, তাঁদের বিরহে চোখে জল আসে ভক্তদের। ধারাবাহিকের প্লট বলছে সম্প্রতি নানা সমস্যার সম্মুখীন হয়েও সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা। উচ্ছ্বাসে যেন বাঁধ ভেঙেছিল ‘রাম্পি’ ভক্তকুলের।

এত পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু সপ্তাহ কয়েক আগে রাম্পি ফ্যানের একাংশ অতি আনন্দে শুরু করেছিল ধারাবাহিকটির অন্যান্য জুটিকে অপমান। শুরু হয়েছিল কুৎসিত ট্রোলও। এই ট্রোলিংয়ের সবচেয়ে বড় শিকার ধারাবাহিকের অন্যতম মুখ্য চরিত্র শ্রুতি দাস ওরফে নোয়া ও দিব্যজ্যোতি ওরফে কিয়ান। এ নিয়ে মুখ খুলেছিলেন রাহুল। ফেসবুকে তিনি লিখেছিলেন, “অনেকদিন অনেক কিছু সহ্য করছি,কিন্তু রাজা-মাম্পি কে ভালোবাসার অর্থ যদি হয় আমার সহ অভিনেতা/অভিনেত্রীদের অপমান করা…রক্ষে করুন,চাই না এমন ভালোবাসা”। রাহুলের সমর্থনে এগিয়ে আসেন রুকমাও। তিনি লেখেন, “ঠিক কথা বলেছ, সব কিছুর একটা লিমিট থাকা উচিত।”

পরে যদিও রাহুল এক লাইভে বলেন, তিনি সব রাম্পি ফ্যানেদের উদ্দেশ্যে এ কথা বলেননি। তাঁর ওই পোস্ট নির্দিষ্ট একটি পেজের বিরুদ্ধে যারা ইচ্ছাকৃত ভাবে কদর্য ভাষায় আক্রমণ করে চলেছেন ধারাবাহিকের অন্যতম চরিত্রদের। পর পর দুটি ধারাবাহিকে ব্যর্থতার পর রাজা চরিত্রটি তাঁকে জনপ্রিয়তা দিয়েছে। আর তা রয়েছে সম্পূর্ণ দর্শকের হাতেই। ফলে তাঁকে, তাঁর কাজকে রাজা-মাম্পি জুটিকে যাঁরা ভালবাসেন, তাঁদের আঘাত করা অভিনেতার ফেসবুক পোস্টের উদ্দেশ্য ছিল না বলে স্পষ্ট জানান রাহুল।

লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্যে ওই ধারাবাহিকে রয়েছেন একাধিক চেনা মুখ। রাহুল-রুকমা ছাড়াও রয়েছেন তথাগত-পায়েলের মতো ইন্ডাস্ট্রির পুরনো অভিনেতারাও। ধারাবাহিকের রয়েছে নানা ট্র্যাক। সেই ট্র্যাকের উপরেই ভিত্তি করে কখনও রাহুল-রুক্মার কেমিস্ট্রি পেয়ে যায় প্রাধান্য আবার কখনও বা শ্রুতি-দিব্যজ্যোতি জায়গা পান গোটা এপিসোড জুড়ে। তবে দর্শকমনে রাম্পি জুটির মার্কস যে খানিক বেশি, তা প্রমাণ করে দেয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট, কমেন্ট আর উচ্ছ্বাস।

আরও পড়ুন, মেকআপ করতে করতেই মাতৃদুগ্ধ পাম্প করে স্টোর করায় ভাইরাল অভিনেত্রী!

Next Article