
ছোট্ট একটি শিশুকে কোলে নিয়ে মন্দিরে শ্রুতি দাস। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অভিনেত্রী, একের পর এক পোস্ট তাঁর সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। এবার পুজো দেওয়ার ছবিও শেয়ার করলেন তিনি। কোলের শিশুটির জন্মদিন। তার সঙ্গে মোবাইল দেখছিলেন তিনি। কাটোয়াতে শ্রুতি গিয়ে ঝুপোমার পুজো দিলেন তিনি, উপলক্ষ্য শিশুটির জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় সকলেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। বরাবরই শ্রুতি ঈশ্বরে বিশ্বাসী। সম্প্রতি গিয়েছিলেন নৈহাটির বড়মাকে দর্শন করতে। বিয়ের পর এটিই প্রথম কালীপুজো ছিল অভিনেত্রী শ্রুতি দাসের। ছোট থেকেই গায়ের রঙের জন্য ‘কালী’ ‘কালো’ অনেক কিছুই শুনতে হয়েছে তাঁকে। প্রথমে খারাপ লাগলেও আজ এই রঙই তাঁর ইউএসপি।
মা কালীর সঙ্গে তাঁর আত্মিক টান বহুদিনের। এই বিশেষ দিনে তিনি গিয়েছিলেন বড় মায়ের দর্শনে। সেখানে গিয়ে যে অনুভূতি হল তাঁর, তা তিনি জন্ম জন্মান্তরেও ভুলতে পারবেন না। একটি ভিডিয়ো শেয়ার করেছেন শ্রুতি। পিছনে বড় মা’র মুখ উঁকি দিচ্ছে। মুখে অদ্ভুত এক প্রশান্তি নিয়ে দাঁড়িয়ে আছেন শ্রুতি। তাঁর কথায়, “প্রথম দেখাতেই সব ভুলে গিয়েছি। মা কে কী বলতে, কী করতে গিয়েছিলাম কিছুও মনে নেই, শুধু দু’চোখ ভরে দেখে এসেছি।” শ্রুতি দাস বর্তমানে রাঙাবউ ধারাবাহিকের শুট নিয়ে ব্যস্ত রয়েছেন। তারই মাঝে একটা ফাঁকে ঘুরে এলেন কাটোয়া থেকে।
২০১৯ সালে ত্রিনয়নী দিয়ে অভিনয় জগতে পা রাখেন শ্রুতি। সেই ধারাবাহিকেরও পরিচালক ছিলেন স্বর্ণেন্দু। সেখান থেকেই প্রেম। শ্রুতিরই ভাল লেগেছিল প্রথমে। এই বছরের মাঝামাঝি কাউকে কিচ্ছু না জানিয়ে হঠাৎ করেই বিয়ে করে নিয়েছেন দু’জনে।